শাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
'পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ : রবীন্দ্রনাথ ঠাকুর ও শেখ মুজিবুর রহমান' শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক গবেষণাধর্মী পত্রিকা 'অবিদ্যা'র আয়োজনে বিশ্ববিদ্যালয়ের 'একাডেমিক ভবন-বি' এর ৩০৪ নম্বর কক্ষে ৭ নভেম্বর এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জফির উদ্দিন। অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাশ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল আমিন রাব্বি, বাংলা বিভাগের প্রভাষক সঞ্জয় বিক্রম এবং একই বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক ও প্রভাষক মো. মনিরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদ হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, অনুষ্ঠান শেষে 'অবিদ্যা'র পক্ষ থেকে বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ক্রেস্ট প্রদান করেন।