খুবিতে প্রথমবর্ষে ভর্তি শুরু ১৯ নভেম্বর

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ৪টি ইউনিটেরই ফল প্রকাশ সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৪ নভেম্বরের মধ্যে 'এ' 'বি' ও 'সি' ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অনলাইনে ডিসিপিস্ননের পছন্দক্রম পূরণ করতে হবে। 'এ' ইউনিটে মেধা তালিকা থেকে আগামী ২৬ নভেম্বর ভর্তি করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ১ ডিসেম্বর। 'বি' ইউনিটে মেধা তালিকা থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তি করা হবে আগামী ২১ নভেম্বর। এদিকে 'সি' ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকা থেকে আগামী ১৯ নভেম্বর ভর্তি করা হবে। এ ছাড়া আগামী ২৭ নভেম্বর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। 'ডি' ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ২ ডিসেম্বর মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িশঁ.ধপ.নফ) পাওয়া যাবে।