জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: আলিবর্দী খানের প্রকৃত নাম - উত্তর: মির্জা মুহম্মদ আলী। প্রশ্ন: আলিবর্দীর সময়ে বাংলার রাজধানী ছিল - উত্তর: মুর্শিদাবাদে। প্রশ্ন: আলিবর্দী খানের শাসনামল - উত্তর: ১৭৪০-১৭৫৬ খ্রিস্টাব্দ। প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন - উত্তর: ১৭৫৬ সালের ১০ এপ্রিল (২৩ বছর বয়সে)। প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন - উত্তর: মীর জাফর (মীর জাফর আলী খান)। প্রশ্ন: নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত যুদ্ধের নাম - উত্তর: পলাশীর যুদ্ধ। প্রশ্ন: পলাশীর যুদ্ধ সংঘটিত হয় - উত্তর: ২৩ জুন, ১৭৫৭ সালে।