জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: পর্তুগিজ বণিকরা প্রথম বাংলায় আসে - উত্তর: ১৫১৬ সালে। প্রশ্ন: পর্তুগিজরা বাংলাদেশে পরিচিত ছিল - উত্তর: ফিরিঙ্গি নামে। প্রশ্ন: চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন - উত্তর: শায়েস্তা খান। প্রশ্ন: হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত - উত্তর: ডাচ বা ওলন্দাজ নামে। প্রশ্ন: ওলন্দাজ বা ডাচরা বাংলায় আসে - উত্তর: ১৬৩০ সালে। প্রশ্ন: ডেনমার্কের অধিবাসীদের বলা হয় - উত্তর: ডেনিশ। প্রশ্ন: ইংরেজরা বাংলায় আগমন করে - উত্তর: ১৬৫৮ সালে। প্রশ্ন: ফরাসিরা বাংলায় আগমন করে - উত্তর: ১৬৭৪ সালে। প্রশ্ন: ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয় - \হউত্তর: সম্রাট জাহাঙ্গীর। প্রশ্ন: সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত - উত্তর: ক্যাপ্টেন হকিন্স। প্রশ্ন: ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয় - উত্তর: পলাশীর যুদ্ধ।