৭ম শ্রেণির পড়াশোনা ( বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
উনসত্তরের গণ-অভু্যত্থান
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-২ ১২. ছয় দফা আন্দোলনের তাৎপর্য হলো- র. আওয়ামী লীগ প্রতিষ্ঠা রর. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ ররর. অর্থনৈতিক মুক্তি নিচের কোনটি সঠিক? ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ১৩. কোনটি ছয় দফা দাবির প্রধান দাবি ছিল- ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন খ. ভাষার দাবি গ. স্বতন্ত্র মুদ্রানীতি ঘ. স্বতন্ত্র সামরিক নীতি সঠিক উত্তর : ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৪. আইয়ুব খানের শাসনামলে সবচেয়ে শক্তিশালী আন্দোলন ছিল কোনটি? ক. বায়ান্নর গণ-অভু্যত্থান খ. সাতচলিস্নশের গণ-অভু্যত্থান গ. সত্তরের গণ-অভু্যত্থান ঘ. উনসত্তরের গণ-অভু্যত্থান সঠিক উত্তর : ঘ. উনসত্তরের গণ-অভু্যত্থান ১৫. কয় মাসের মধ্যে আইয়ুববিরোধী আন্দোলন ঢাকা শহর পেরিয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে? ক. তিন মাসের মধ্যে খ. চার মাসের মধ্যে গ. পাঁচ মাসের মধ্যে ঘ. ছয় মাসের মধ্যে সঠিক উত্তর : ক. তিন মাসের মধ্যে ১৬. ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে ভূমিকা ছিল? ক. মৌলিক গণতন্ত্রের খ. সামরিক বাহিনীর গ. বাঙালি জাতীয়তাবাদের ঘ. ভাষাশহীদদের সঠিক উত্তর : ক. মৌলিক গণতন্ত্রের ১৭. ১৯৭০ সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে প্রাধান্য লাভ করে কোন দল? ক. আওয়ামী লীগ খ. পাকিস্তান পিপলস পার্টি গ. যুক্তফ্রন্ট ঘ. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি সঠিক উত্তর : খ. পাকিস্তান পিপলস পার্টি নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও। পড়াশোনার ফাঁকে ফাঁকে বিপুল গল্পের বই পড়ে সময় কাটায়। সে জহির রায়হানের 'একুশের গল্প' পড়ে অভিভূত হয়। গল্পটি পড়ে তার মনের গভীরে শহীদদের নিথর দেহ ভেসে ওঠে। ১৮. বিপুলের পঠিত গল্পটির উপজীব্য বিষয় কী? ক. মুক্তিযুদ্ধ খ. ভাষা আন্দোলন গ. ছয় দফা আন্দোলন ঘ. গণ-অভু্যত্থান সঠিক উত্তর : খ. ভাষা আন্দোলন ১৯. উক্ত বিষয়টির গুরুত্বপূর্ণ ফলাফল ছিল বাংলা ভাষার- র. আন্তর্জাতিক স্বীকৃতি লাভ রর. রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ ররর. একমাত্র রাষ্ট্রভাষার মর্যাদাদান নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ২০. ছয় দফা ছিল মূলত কিসের দাবি? ক. গণতান্ত্রিক শাসনের খ. স্বায়ত্তশাসনের গ. রাজতান্ত্রিক শাসনের ঘ. সমাজতান্ত্রিক শাসনের সঠিক উত্তর : খ. স্বায়ত্তশাসনের ২১. পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা কোন যুদ্ধে প্রবলভাবে ধরা পড়ে? ক. ১৯৬৫ সালের যুদ্ধে খ. ১৯৬০ সালের যুদ্ধে গ. ১৯৬১ সালের যুদ্ধে ঘ. ১৯৬২ সালের যুদ্ধে সঠিক উত্তর : ক. ১৯৬৫ সালের যুদ্ধে ২২. বৈদেশিক সাহায্যের শতকরা কত ভাগের বেশি পূর্ব পাকিস্তান পায়নি? ক. ৪৪ ভাগ খ. ৩৪ ভাগ গ. ২৪ ভাগ ঘ. ১৪ ভাগ সঠিক উত্তর : খ. ৩৪ ভাগ ২৩. কত তারিখ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে? ক. ২১ মার্চ, ১৯৭১ খ. ২২ মার্চ, ১৯৭১ গ. ২৫ মার্চ, ১৯৭১ ঘ. ২৪ মার্চ, ১৯৭১ সঠিক উত্তর : গ. ২৫ মার্চ, ১৯৭১ ২৪. বাঙালি জাতি কত তারিখে পাকিস্তানিদের ২৪ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটায়? ক. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খ. ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঘ. ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর সঠিক উত্তর : গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর