৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
হেমন্ত উৎসব
অধ্যায়-২ ২৫. কত সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে? ক. ১৯৯৬ সালে খ. ১৯৯৭ সালে গ. ১৯৯৮ সালে ঘ. ১৯৯৯ সালে সঠিক উত্তর : ঘ. ১৯৯৯ সালে ২৬. কয়টি দল যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেয়? ক. ১৬ খ. ১৭ গ. ১৮ ঘ. ২০ সঠিক উত্তর : ক. ১৬ ২৭. যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়কে দেশ-বিদেশের পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল? ক. গণবিপস্নব খ. গণজাগরণ গ. ব্যালট বিপস্নব ঘ. মহাবিজয় সঠিক উত্তর : গ. ব্যালট বিপস্নব অধ্যায়-৩ ১. আমাদের দেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়? ক. গ্রামীণ সংস্কৃতি খ. শহুরে সংস্কৃতি গ. বিদেশি সংস্কৃতি ঘ. পপ সংস্কৃতি সঠিক উত্তর : ক. গ্রামীণ সংস্কৃতি ২. বাঙালি তার সংস্কৃতিতে কোনটিকে উপেক্ষা করতে পারেনি? ক. রাজনীতি খ. ভৌগোলিক অবস্থান গ. জনসংখ্যা ঘ. প্রকৃতি সঠিক উত্তর : ঘ. প্রকৃতি ৩. বইমেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান? ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমি গ. শিল্পকলা একাডেমি ঘ. নজরুল একাডেমি সঠিক উত্তর : ক. বাংলা একাডেমি ৪. নববর্ষের দিন কারা হালখাতা উদ্বোধন করেন? ক. চাকরিজীবীরা খ. বণিকরা গ. কৃষকরা ঘ. মাঝিরা সঠিক উত্তর : খ. বণিকরা ৫. প্রকৃতির জীবন্ত উপাদান কোনটি? ক. সমুদ্র খ. আকাশ গ. চন্দ্র ঘ. সূর্য সঠিক উত্তর : ক. সমুদ্র ৬. মানুষের ব্যক্তি ও সমাজজীবনে বড় ভূমিকা কোনটির? ক. ধর্ম খ. পরিবেশ গ. স্বাস্থ্য ঘ. অর্থ সঠিক উত্তর : ক. ধর্ম ৭. রবীন্দ্রমেলা কোথায় অনুষ্ঠিত হয়? ক. শিলাইদহে খ. দরিরামপুরে গ. সাগরদাঁড়িতে ঘ. ঝিনাইদহে সঠিক উত্তর : ক. শিলাইদহে