জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লর্ড হার্ডিঞ্জ
প্রশ্ন: রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন - উত্তর: ১৮৭৬ সালে। প্রশ্ন: রানী ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসেবে ভাইসরয় বা বড়লাট উপাধি দেয়া হয় - উত্তর: গভর্নর জেনারেলকে। প্রশ্ন: ব্রিটিশ সরকার ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করেন - উত্তর: ১৮৫৮ সালে। প্রশ্ন: ভারত শাসনের জন্য রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন - উত্তর: লর্ড ক্যানিং। প্রশ্ন: লর্ড ক্যানিং প্রথম ব্রিটিশ ভারতের ভাইসরয় নিযুক্ত হন - \হউত্তর: ১৮৫৮ সালে। প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন - উত্তর: লর্ড ক্যানিং। প্রশ্ন: ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন - উত্তর: লর্ড কার্জন। প্রশ্ন: ১৯০৫ সালে বাংলা প্রদেশকে দুইভাগে ভাগ বা বঙ্গভঙ্গ করেন - উত্তর: লর্ড কার্জন। প্রশ্ন: ১৯১০ সালে থেকে ১৯১৬ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন - উত্তর: লর্ড হার্ডিঞ্জ। প্রশ্ন: লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন - উত্তর: ১৯১১ সালে। প্রশ্ন: ব্রিটিশ-ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন - উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন: লর্ড মাউন্টব্যাটেন ভারতের ভাইসরয় ছিলেন - উত্তর: ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত।