৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
প্রকৃতির নিষ্ঠুরতা
অধ্যায়-৩ ৮. হেমন্তকালে কোন অনুষ্ঠান উদযাপিত হয়? ক. পিঠা উৎসব খ. নববর্ষ গ. হেমন্ত উৎসব ঘ. মেলা সঠিক উত্তর : গ. হেমন্ত উৎসব ৯. বাংলার ঐতিহ্যবাহী মেলা কোনটি? ক. আবাসন মেলা খ. বাণিজ্যমেলা গ. বৈশাখী মেলা ঘ. শিশুমেলা সঠিক উত্তর : গ. বৈশাখী মেলা ১০. নদীভাঙন, অনাবৃষ্টি, বন্যা প্রকৃতির কোন দিকটিকে নির্দেশ করে? ক. উদারতা খ. দানশীলতা গ. নিষ্ঠুরতা ঘ. উর্বরতা সঠিক উত্তর : গ. নিষ্ঠুরতা ১১. কোন যুগে ভাগ্যান্বেষী মুসলমানরা এ দেশে আসে? ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে গ. আধুনিক যুগে ঘ. বর্তমান যুগে সঠিক উত্তর : খ. মধ্যযুগে ১২. এ দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা? ক. জমিদাররা খ. সুফি-সাধকরা গ. মোগল শাসকরা ঘ. হাজিরা সঠিক উত্তর : খ. সুফি-সাধকরা ১৩. একুশে বইমেলা কত দিন অনুষ্ঠিত হয়? ক. ১৫ দিন খ. ২০ দিন গ. ২৫ দিন ঘ. এক মাস সঠিক উত্তর : ঘ. এক মাস ১৪. কোন সময়ে নতুন চালের পিঠা-পুলি খাওয়ার চল ছিল? ক. শীতকালে খ. গ্রীষ্মকালে গ. বসন্তকালে ঘ. হেমন্তকালে সঠিক উত্তর : ক. শীতকালে ১৫. বাংলাদেশের কোনটি মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করেছে? ক. বেলেমাটি খ. উর্বর মাটি গ. বৃষ্টিপাত ঘ. খাদ্যপণ্যের চাহিদা সঠিক উত্তর : খ. উর্বর মাটি ১৬. কোন কৃষিপণ্য বাংলার মানুষকে কাপড় বুনতে উৎসাহিত করেছে? ক. কার্পাস খ. পাট গ. তুলা ঘ. রেশম সঠিক উত্তর : গ. তুলা ১৭. পৃথিবীর সব ধর্মের মূল শিক্ষা কী? ক. শান্তি ও সম্প্রীতি খ. যুদ্ধ ও শান্তি গ. ধর্মভীতি ও শান্তি ঘ. সহাবস্থান ও ধর্মনীতি সঠিক উত্তর : ক. শান্তি ও সম্প্রীতি ১৮. বাংলার হাজার বছরের সংস্কৃতির মর্মকথা কী? ক. মানুষে মানুষে ভেদাভেদ নেই খ. মানুষে মানুষে পার্থক্য আছে গ. বাঙালি জটিল-প্রকৃতির মানুষ ঘ. বাঙালি সংগ্রামী জাতি সঠিক উত্তর : ক. মানুষে মানুষে ভেদাভেদ নেই ১৯. প্রকৃতির নিষ্ঠুরতা বোঝা যায়- র. নদীভাঙনে রর. অনাবৃষ্টিতে ররর. বন্যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর