একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ালেখা

অর্থনীতি ১ম পত্র

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

শেখ আবু সাঈদ আবদুলস্নাহ্‌, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিলস্না অজিত গুহ মহাবিদ্যালয়
দ্বিতীয় অধ্যায় কাল্পনিক চাহিদা রেখা [সূচি ব্যতিত চাহিদা রেখা অঙ্কন] যে রেখা দ্বারা একটি দ্রব্যের বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্দেশ করা হয়, তাকে চাহিদা রেখা বলে। অন্যভাবে বলা যায়- চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। দাম ও চাহিদার ঋণাত্মক সম্পর্ক থাকায় চাহিদা রেখাটি সাধারণত: ডানদিকে নিম্নগামী হয়ে থাকে, যা নিম্নরূপ: চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন চ১ চাহিদার পরিমাণ তখন ছ১। যা চিত্রে বিন্দুতে চিহ্নিত করা হয়েছে। আবার, দাম যখন চ২ চাহিদার পরিমাণ তখন ছ২। যা চিত্রে বিন্দুতে চিহ্নিত করা হয়েছে। অতঃপর ধ এবং ন বিন্দু দু'টি যোগ করে ডানদিকে নিম্নগামী একটি চাহিদা রেখা পাওয়া যায়। ঘড়ঃব: সূচি ব্যতিত চাহিদা রেখা অঙ্কন করতে হলে- আগে ডানদিকে নিম্নগামী চাহিদা রেখাটি অঙ্কন করে, পরে বিন্দু স্থাপন করে দাম ও পরিমাণের রেখাসমূহ টানতে হবে। সমপরাবৃত্তাকার (জবপঃধহমঁষধৎ ঐুঢ়বৎনড়ষধ) / একক স্থিতিস্থাপক চাহিদা রেখা : (নন-লিনিয়ার/অ-রৈখিক/বক্রাকৃতির চাহিদা রেখা) মনে করি, চাহিদা সমীকরণ, চ=২৪ বা, ছ= বিবেচ্য সমীকরণ অনুযায়ী বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ নির্ণয়পূর্বক একটি চাহিদা সূচি পাওয়া যায়, যা নিম্নে উপস্থাপন করা হলো- \হ চাহিদা সূচি: উপরের চাহিদা সূচিকে নিম্নে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হলো- চিত্রে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে। দাম যখন ১ টাকা চাহিদার পরিমাণ তখন ২৪ একক। যা চিত্রে বিন্দুতে চিহ্নিত করা হয়েছে। আবার, দাম যখন ২ টাকা, চাহিদার পরিমাণ তখন ১২ একক। চিত্রে বিন্দুতে চিহ্নিত করা হয়েছে। এভাবে দাম যখন ৩ এবং ৫ টাকায় বৃদ্ধি পায়, চাহিদার পরিমাণ তখন যথাক্রমে ৮ এবং ৬ এককে হ্রাস পায়, চিত্রে তা যথাক্রমে এবংবিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। অতঃপর বিন্দুসমূহ যোগ করে একটি সম-পরাবৃত্তাকার/বক্রাকৃতির/অরৈখিক চাহিদা রেখা পাওয়া যায়। লক্ষ্য করা যায়, চাহিদা রেখাটির প্রত্যেকটি বিন্দুতে অঙ্কিত চতুর্ভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। অন্যভাবে বলা যায় এই রেখার ধ, ন, প কিংবা ফ বিন্দুতে দাম বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণ এমনভাবে কমে যেখানে প্রতিক্ষেত্রে ক্রেতার মোট ব্যয় কিংবা বিক্রেতার মোট আয় সমান হয়।