একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ালেখা
অর্থনীতি ১ম পত্র
প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০
শেখ আবু সাঈদ আবদুলস্নাহ্, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিলস্না অজিত গুহ মহাবিদ্যালয়
১. কোন শব্দ থেকে ্তুগরপৎড়্থ শব্দের উৎপত্তি?
উত্তর: গ্রিক শব্দ ্তুগরশৎড়ং্থ থেকে।
২. অফধস ঝসরঃয প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লিখ।
উত্তর: 'ঊপড়হড়সরপং রং :যব ঝপরবহপব ড়ভ বিধষঃয'.
৩. অফধস ঝসরঃয- এর রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: 'অহ ওহয়ঁরৎু রহঃড় :যব হধঃঁৎব ধহফ পধঁংবং ড়ভ :যব বিধষঃয ড়ভ ঘধঃরড়হ.'
৪. অর্থনীতির জনক কে?
উত্তর: ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অফধস ংসরঃয।
৫. অফধস ংসরঃয অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন?
উত্তর: সম্পদের বিজ্ঞান।
৬. আলফ্রেড মার্শালের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: ুচৎরহপরঢ়ষব ড়ভ ঊপড়হড়সরপংচ্.
৭. দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা (ঝপধৎপরঃু) কী?
উত্তর: সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়।
৮. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কী কী?
উত্তর: অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি। যথা- (ক) কি উৎপাদন করা হবে? (খ) কীভাবে উৎপাদন করা হবে? এবং (গ) কার জন্য উৎপাদন করা হবে?
৯. নিউ-ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে?
উত্তর: অধ্যাপক মার্শাল।
১০. ্তুঙরশড়হড়সরধ্থ শব্দটির অর্থ কী?
উত্তর: গার্হস্থ্য পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনা।
১১. সমাজতান্ত্রিক অর্থনীতিতে উপকরণের মালিকানা কার?
উত্তর: রাষ্ট্রের।
১২. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর: 'পল স্যামুয়েলসন'-কে আধুনিক অর্থনীতির জনক বলা হয়।
১৩. অধ্যাপক মার্শাল রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কী?
উত্তর: ুচৎরহপরঢ়ষবং ঊপড়হড়সরপংচ্ প্রকাশকাল ১৮৯০ সাল।
১৪. অধ্যাপক মার্শাল অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলেছেন?
উত্তর: মানব কল্যাণের বিজ্ঞান।
১৫. অধ্যাপক 'এল রবিন্স' রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কী?
উত্তর: ুঘধঃঁৎব ধহফ ংরমহরভরপধহপব ড়ভ ঊপড়হড়সরপং ংপরবহপবচ্ প্রকাশকাল ১৯৩১।
১৬. অর্থনীতির দুটি প্রধান শাখার নাম লিখ।
উত্তর: অর্থনীতির দুটি প্রধান শাখা হলো (ক) ব্যষ্টিক অর্থনীতি এবং (খ) সামষ্টিক অর্থনীতি।
১৭. অর্থনীতিতে গরপৎড় ও গধপৎড় শব্দ দুটি কে ভাগ করেছেন।
উত্তর: ১৯৩৩ সালে ওসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'রাগনার ফ্রিশ'।