ফেনী ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক ফেনী ইউনিভার্সিটি অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এস এম মুজিবুর রহমান। ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের সপ্তম, অষ্টম, নবম ও দশম ব্যাচের বিদায় এবং ১৮, ১৯ ও ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পৃষ্ঠপোষক হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারি ডা. তবারক উলস্নাহ চৌধুরী বায়োজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমেডর ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) সাবেক প্রো ভাইস চ্যান্সেলর জসীম উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- দশম ব্যাচের শিক্ষার্থী সাইদ ইশতিয়াক ও নবম ব্যাচের শুভেচ্ছা ভৌমিক। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২০তম ব্যাচের সাবরিনা আক্তার বৃষ্টি।