প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
গারোদের প্রধান উৎসবের নাম-
প্রশ্ন : ১. কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল। প্রশ্ন : ২. কখন মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়? উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। প্রশ্ন : ৩. কখন মুজিবনগর সরকার গঠিত হয়? উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। প্রশ্ন :৪. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন : ৫. আমরা কখন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি? উত্তর : প্রতি বছর ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। প্রশ্ন : ৬. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর : সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। প্রশ্ন : ৭. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল? উত্তর : ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। প্রশ্ন : ৮. কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। প্রশ্ন : ৯. কখন সিপাহি বিদ্রোহ দেখা দেয়? উত্তর : ১৮৫৭ সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়। প্রশ্ন : ১০. বাঁশের কেলস্না কে নির্মাণ করেন? উত্তর : তিতুমীর বাঁশের কেলস্না নির্মাণ করেন। প্রশ্ন : ১১. মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর : মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রশ্ন : ১২. ময়নামতি কোথায় অবস্থিত? উত্তর : ময়নামতি কুমিলস্না শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। প্রশ্ন : ১৩. লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর : লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। প্রশ্ন : ১৪. লালবাগ দুর্গ কোথায় অবস্থিত? উত্তর : লালবাগ দুর্গ বর্তমান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। প্রশ্ন : ১৫. আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? উত্তর : মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউলস্নাহ আহসান মঞ্জিল নির্মাণ করেন। প্রশ্ন : ১৬. বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রশ্ন : ১৭. বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল কী? উত্তর : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল ধান। প্রশ্ন : ১৮. বাংলাদেশে কয় ধরনের ধান হয়? উত্তর : বাংলাদেশে তিন ধরনের ধান হয়। যথা- আউশ, আমন ও বোরো। প্রশ্ন : ১৯. পাটকে কী বলা হয়? উত্তর : পাটকে সোনালি আঁশ বা এড়ষফবহ ঋরনবৎ বলা হয়। প্রশ্ন ২০. বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? উত্তর : বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প পোশাকশিল্প। প্রশ্ন ২১. মৌলিক চাহিদা কয়টি? উত্তর: মৌলিক চাহিদা পাঁচটি। যথা- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। প্রশ্ন ২২. কৃষিজমির পরিমাণ কেন কমে যাচ্ছে? উত্তর : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে। প্রশ্ন ২৩. নারী উন্নয়নের জন্য কিসের প্রসার দরকার? উত্তর : নারী উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার দরকার। প্রশ্ন ২৪. বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে কেন? উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে এ দেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে। প্রশ্ন ২৪. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত কী? উত্তর : শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি। প্রশ্ন ২৫. কিসের ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে? উত্তর : দক্ষ জনসম্পদের ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে। প্রশ্ন ২৬. আবহাওয়া কাকে বলে? উত্তর : কোনো স্থানের ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে। প্রশ্ন ২৭. দুর্যোগ কী? উত্তর : দুর্যোগ হলো একটি মারাত্মক পরিস্থিতি। প্রশ্ন ২৮. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী? উত্তর : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে- অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অনাবৃষ্টি ইত্যাদি। প্রশ্ন ২৯. বন্যার সময় কোন রোগ বেশি হয়? উত্তর : বন্যার সময় পানিবাহিত রোগ বেশি হয়। প্রশ্ন ৩০. ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নিতে হবে? উত্তর : ভূমিকম্পের সময় কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। প্রশ্ন ৩১. মানবাধিকার কী? উত্তর : মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারই হলো মানবাধিকার। প্রশ্ন ৩২. মানবাধিকার কী করতে সাহায্য করে? উত্তর : মানবাধিকার মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে। প্রশ্ন ৩৩. গারো সমাজ কোন ধরনের? উত্তর : গারো সমাজ মাতৃতান্ত্রিক। প্রশ্ন ৩৪. গারোদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : গারোদের প্রধান উৎসবের নাম 'ওয়াংগালা'। প্রশ্ন ৩৫. ম্রোরা কোন ধর্মাবলম্বী? উত্তর : ম্রোরা বৌদ্ধধর্মাবলম্বী। প্রশ্ন ৩৬. ত্রিপুরারা কোন সময়ে 'বৈসু' উৎসব পালন করে? উত্তর : ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিনে 'বৈসু' উৎসব পালন করে।