রুয়েটে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত 'রোল অব আইকিউএসি ইন ইনহানচিং কোয়ালিটি অব হায়ার এডুকেশন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (ইউজিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ১৬ নভেম্বর রুয়েট আইকিউএসি সেল আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। এতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আইকিউএসি সেলের ভূমিকা ও নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন ইউজিসির স্ট্র্যাটেজিক পস্ন্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মলিস্নক। রুয়েট আইকিউএসি সেলের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গাফফার খান।সেমিনারে স্বাগত বক্তব্য দেন রুয়েট আইকিউএসি সেলের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। সেমিনারে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানরা অংশগ্রহণ করেন। পরে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে রুয়েটের পক্ষ থেকে উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখ সম্মাননা স্মারক প্রদান করেন।