প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
পানিচক্র
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। ১. শক্তির মূল উৎস কোনটি? সঠিক উত্তর: সূর্য ২. কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল? সঠিক উত্তর: ঘাস-ঘাসফড়িং-ব্যাঙ-সাপ। ৩. টিনাদের পুকুরে শাপলা ফুটেছে। এই উদ্ভিদটির আবাসস্থল কোনটি? সঠিক উত্তর : পানি ৪. একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতভাবে জড়িয়ে কী তৈরি করে? উত্তর: খাদ্যজাল ৫. খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কীসের ওপর নির্ভরশীল? উত্তর: ঘাসফড়িং ৬. শ্বাসকার্যে উদ্ভিদ কী গ্রহণ করে? উত্তর: কার্বন ডাই-অক্সাইড ৭. ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিলে ফেললে কী হবে? উত্তর: পরিবেশের দূষণ ঘটবে ৮. বায়ুদূষণ রোধে তুমি কী করবে? ৯. পরিবেশদূষণের ফলে মানুষ কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে? উত্তর: ক্যানসার ১০. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? উত্তর : পানি ১১. নিচের কোনটি পানিচক্রের প্রবাহ চিত্র? উত্তর : পান্বিবাষ্প্বমেঘ্ববৃষ্টি ১২. পানিদূষণ প্রতিরোধের উপায় কোনটি? উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার ১৩. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী? উত্তর : দূষিত পানি ১৪. নিচের কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর : পানি ১৫. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয়- উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে ১৬. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? উত্তর : অক্সিজেন ১৭. রবিন শ্বাসকষ্টের রোগী। কোন কারণে এই রোগ হয়? উত্তর : বায়ুদূষণ ১৮. তোমার বাসার পাশে একটি ইটের ভাটা রয়েছে। এর ফলে কোন ধরনের দূষণ হয়? উত্তর : বায়ুদূষণ ১৯. নিচের কোন কারণে বায়ু দূষিত হয়? উত্তর : ইটভাটার ইট পোড়ানো ২০. নিচের কোনটি যান্ত্রিক শক্তি? উত্তর : বায়ুপ্রবাহ ২১. আমরা যে খাবার খাই তার মধ্যে কী থাকে? উত্তর : শক্তি ২২. বিজ্ঞানীরা সৌরশক্তি ব্যবহার করে বিদু্যৎ উৎপন্ন করছেন। এতে সূর্যের কোন শক্তি কাজে লাগানো হচ্ছে? উত্তর : আলো ২৩. কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে? উত্তর : রাসায়নিক শক্তি-তাপশক্তি ২৪. বরফ জমানো ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনটি সংক্ষরণ করা হয়? উত্তর : মাছ ২৫. খাদ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়। কোনটিকে এভাবে সংরক্ষণ করা যায়? উত্তর : গম ২৬. তুমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভীষণ পছন্দ কর। খেলাধুলার আগ্রহ বজায় রাখতে তোমার খাদ্য গ্রহণ কীরূপ হওয়া উচিত? উত্তর : পরিমিত ২৭. কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের নানা রকম ক্ষতি হয়। এসব ব্যবহারের ফলে কোন রোগটি হতে পারে। উত্তর : কিডনি অকার্যকর হওয়া ২৮. খাদ্যে নানা রকম রাসায়নিক দ্রব্য মেশানো হয়। নিচের কোন খাদ্যে এ ধরনের দ্রব্য মেশানো হয়? উত্তর : মরিচ ২৯. রাইসা একদিন বাজার থেকে কলা কিনে আনল। বাসায় এসে দেখল কলার ওপরটা পাকা আর ভেতরে কাঁচা। দোকানি কলায় কী ব্যবহার করেছিল? উত্তর : ফরমালিন ৩০. 'জাঙ্কফুড অপুষ্টিকর খাবার'। কারণ এতে উচ্চমাত্রায় থাকে- উত্তর : চর্বি, লবণ, কার্বনেট ও চিনি ৩১. মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদার পরিমাণে কমবেশি হয় কী অনুযায়ী? উত্তর : বয়স ও কাজ