জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: তিতুমীরের প্রকৃত নাম - উত্তর: সৈয়দ মীর নিসার আলী। প্রশ্ন: তিতুমীর নারিকেলবাড়িয়ায় বাঁশের কেলস্না তৈরি করেন - উত্তর: ১৮৩১ সালে। প্রশ্ন: তিতুমীরের আন্দোলন ছিল - উত্তর: জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম। প্রশ্ন: বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন? উত্তর: হাজী শরীয়তুলস্নাহ। প্রশ্ন: ফরায়েজী আন্দোলনের উদ্দেশ্য ছিল- উত্তর: ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার ও নীলকরদের অত্যাচার ও শোষণ হতে মুক্ত করা। প্রশ্ন: ব্রিটিশ বাংলার ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন- উত্তর: ফরায়েজী আন্দোলন। প্রশ্ন: হাজী শরীয়তুলস্নাহর মৃতু্যর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার ছেলে- উত্তর: দুদু মিয়া। প্রশ্ন: দুদু মিয়ার আসল নাম - উত্তর: পীর মুহসীনউদ্দিন। প্রশ্ন: 'জমি থেকে খাজনা আদায় আলস্নাহর আইনের পরিপন্থী'- এ উক্তিটি কার উত্তর: দুদু মিয়ার। প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে তিতুমীরের অন্যতম বিদ্রোহ- ? উত্তর: বারাসাতের বিদ্রোহ। প্রশ্ন: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন- ? \হউত্তর: মহাত্মা গান্ধী। প্রশ্ন: অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক- ? উত্তর: মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী)। প্রশ্ন: ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন- ? উত্তর: মহাত্মা গান্ধী। প্রশ্ন: ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়- ? \হউত্তর: ১৯৪২ সালের ৮ আগস্ট।