জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে তিতুমীরের অন্যতম বিদ্রোহ- উত্তর: বারাসাতের বিদ্রোহ। প্রশ্ন: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন- \হউত্তর: মহাত্মা গান্ধী। প্রশ্ন: অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক- উত্তর: মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী)। প্রশ্ন: ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন- উত্তর: মহাত্মা গান্ধী। প্রশ্ন: ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়- \হউত্তর: ১৯৪২ সালের ৮ আগস্ট। প্রশ্ন: ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে দুটি প্রদেশে পরিণত করেন যা - \হউত্তর: 'বঙ্গভঙ্গ' নামে পরিচিত। প্রশ্ন: বঙ্গভঙ্গ কার্যকর করা হয়- উত্তর: ১৬ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে। প্রশ্ন: বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় ছিলেন- উত্তর: লর্ড কার্জন। প্রশ্ন: বঙ্গভঙ্গের মাধ্যমে সমগ্র বাংলাকে- উত্তর: 'পূর্ব বাংলা ও আসাম' এবং 'পশ্চিম বাংলা' নামে দুটি প্রদেশে পরিণত করা হয়। প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়- উত্তর: ১২ ডিসেম্বর, ১৯১১ খ্রিস্টাব্দ। প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করার জন্য সুপারিশ করেন- উত্তর: লর্ড হার্ডিঞ্জ।