রাবির ১৩ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ২০১৮ সালের বিএ/বিপিএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপেস্নক্সের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের শিক্ষার্থী শামীমা তাসনিম, কনিকা রানী সরকার, ইতিহাস বিভাগের সমাপ্তী আক্তার, ইংরেজি বিভাগের শারমিন আক্তার, বাংলা বিভাগের ববিতা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল মামুন, আরবি বিভাগের হাশমতুলস্নাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের আল আমিন, সংগীত বিভাগের রুম্মান আরা হোসেন দৃষ্টি, নাট্যকলা বিভাগের রাসেল রানা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রওনক জাহান স্বর্ণা, সংস্কৃত বিভাগের মুশফিকা রহমান এবং উর্দু বিভাগের শিক্ষার্থী শামিমা আক্তার। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা। এ ছাড়া অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুলস্নাহ আল মামুন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।