প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
১ ডজন = কতটি?
১। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে? উত্তর : ১৫০০০০ তা কাগজ ২। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে? উত্তর : গুণ করে ৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ৪। গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গুণফল গু গুণক ৫। গুণক নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গুণফল গু গুণ্য ৬। গুণফল নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গুণফল = গুণ্য ক্ম গুণক ৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : ভাজ্য = (ভাজক ক্ম ভাগফল) + ভাগশেষ ৮। ভাজ্য কাকে বলে? উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। ৯। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে? উত্তর : ভাজক ১০। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি? উত্তর : ২০ ১১। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত? উত্তর : ৩৬০০ ১২। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত? উত্তর : ৪৯ ১৩। ১ ডজন = কতটি? উত্তর : ১২টি ১৪। ১ হালি = কতটি? উত্তর : ৪টি ১৫। এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে, এক জোড়া কলমের দাম কত? উত্তর : ১০ টাকা ১৬। ডজন কলা ২১ জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? উত্তর : ৫টি ১৭। প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা কতজনকে দেয়া যাবে? উত্তর : ৭৫ জনকে ১৮। প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে? উত্তর : ঐকিক নিয়ম ১৯। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের কোন দিকে রাখতে হবে? উত্তর : ডানদিকে ২০। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত? উত্তর : ৮৭৫ টাকা ২১। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়? উত্তর : ১টি ২২। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ৪টি। যথা : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ ২৩। সম্পর্ক প্রতীক কয়টি? উত্তর : ৮টি ২৪। অজানা সংখ্যা ক থেকে ১৮ বিয়োগ করলে ১২ হয়। এর সঠিক প্রকাশ কী হবে? উত্তর : ক - ১৮ = ১২ ২৫। ৩ ক্ম ক + ২ = ১৪ হলে ক এর মান কত? উত্তর : ৪ ২৬। তিনটি আম গাছের প্রত্যেকটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কয়টি করে আম পাবে - তা বের করার জন্য সমাধান প্রক্রিয়া কী হবে? উত্তর : (৩ ক্ম ৮) গু ৪ ২৭। গ.সা.গু. এর পূর্ণরূপ লিখ। উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ২৮। ল.সা.গু. এর পূর্ণরূপ লিখ। উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক ২৯। গুণনীয়কের অপর নাম কী? উত্তর : উৎপাদক ৩০। ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়? উত্তর : ২টি ৩১। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়? উত্তর : ৬ ৩২। ২৪ এর গুণিতক কতটি? উত্তর : অসংখ্য ৩৩। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি? উত্তর : ২টি ৩৪। কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোন সাধারণ উৎপাদক না থাকলে তাকে কী বলে? উত্তর : ভগ্নাংশের লঘিষ্ঠ আকার ৩৫। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে। ৩৬। প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট? উত্তর : ১ থেকে ৩৭। ০.১ ক্ম ০.০১ ক্ম ০.০০১ = কত? উত্তর : ০.০০০০০১ ৩৮। ৬.১২৩ ক্ম ১০ = কত? উত্তর : ৬১.২৩ ৩৯। ০.২ ক্ম ২.২ ক্ম ২.২২ = কত? উত্তর : ০.৯৭৬৮ ৪০। ৫৫.৩৬ গু ১০ = কত? উত্তর : ৫.৫৩৬ ৪১। ৬.৪৩ ক্ম ১০ = কত? উত্তর : ৬৪.৩ ৪২। গড় নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : গড় = রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা ৪৩। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়? উত্তর : রাশিগুলো একই জাতীয় বা সমজাতীয় হতে হয়