এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
অধ্যায় - ২ ২৫। জাইলেম টিসু্যতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে? উত্তর : উড-প্যারেনকাইমা ২৬। সরল টিসু্য কত প্রকার? উত্তর : ৩ প্রকার ২৭। পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? উত্তর : ট্রাকিড ২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সুচালো প্রান্তবিশিষ্ট? উত্তর :ট্রাকিড ২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের? উত্তর : ২ ধরনের ৩০। স্ক্লেরেনকাইমা কোষগুলো কয় ধরনের? উত্তর : ২ ধরনের ৩১। প্রাথমিক জাইলেম কোথা হতে উৎপন্ন হয়? উত্তর : প্রোক্যাম্বিয়াম ৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়? উত্তর : লিগনিন ৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে? উত্তর : নেটাম ৩৪। সিভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়? উত্তর : সিভপেস্নট ৩৫। স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিসু্যকে কী বলে? উত্তর : বাস্ট ফাইবার ৩৬। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন টিসু্য থাকে? উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিসু্য ৩৭।কোন টিসু্য মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিন্ডকে রক্ষা করে? উত্তর : স্কেলিটার টিসু্য ৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিসু্য? উত্তর : স্কোয়ামাস আবরণী টিসু্য ৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিসু্য কোথায় দেখা যায়? উত্তর : শ্বসনতন্ত্রে ৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিসু্য কোন ধরনের? উত্তর : কিউবয়ডাল আবরণী টিসু্য ৪১। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিসু্য থাকে? উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিসু্য ৪২। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিসু্য থাকে? উত্তর : সিলিয়াযুক্ত ৪৩। ফাইবারের গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে? উত্তর : কূপ ৪৪। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে? উত্তর : বাস্ট ফাইবার প্রাণীদেহে ভিত্তিপর্দার ৪৫। প্রাণীদেহে ভিত্তিপর্দার ওপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিসু্য কত প্রকার? উত্তর : ৩ প্রকার ৪৬। রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে? উত্তর : ৯১-৯২% ৪৭। মায়োফাইব্রিল কোন কোষে থাকে? উত্তর : পেশিকোষে ৪৮। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? উত্তর : ৮-৯% ৪৯। আলোক অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের? উত্তর : ২ ধরনের ৫০। অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সঙ্গে বাহুটি লাগানো থাকে কী বলে? উত্তর : স্তম্ভ ৫১। আলোর বদলে অণুবীক্ষণ যন্ত্র্ত্রে আর কী ব্যবহার করা হয়? উত্তর : ইলেকট্রন ৫২। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ? উত্তর : ৩টি ৫৩। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বাহিত হতে কী অপরিহার্য? উত্তর : সিন্যাপস ৫৪। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? উত্তর : ১টি ৫৫। কানেকটিভ টিসু্য গঠন ও কাজের ভিত্তিতে কয় প্রকার? উত্তর : ৩ প্রকার ৫৬। পরপর দুটো নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাতে কী বলে? উত্তর : সিন্যাপস ৫৭। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? উত্তর : হৃদপেশি কোষে