রাবির সমাবর্তন ৩০ নভেম্বর

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন আগামী ৩০ নভেম্বর। এতে অংশ নেবেন ২০১৫ ও ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী স্নাতকরা। জানা গেছে, এই দুই শিক্ষা বছরে ডিগ্রি পাওয়া অর্ধেক গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। শিক্ষকদের ক্ষেত্রেও একই চিত্র। অতিরিক্ত নিবন্ধন ফির কারণে শিক্ষার্থীদের নিবন্ধন সংখ্যা কমেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ ও পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. রঞ্জন চক্রবর্তী। একাদশ সমাবর্তন প্রচার উপ-কমিটির সদস্য সচিব ও জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার জানান, এবারের সমাবর্তনে তিন হাজার ৪৩৮ জন গ্র্যাজুয়েট ও ১ হাজার ২০২ শিক্ষকের মধ্যে ৬২৮ জন শিক্ষক নিবন্ধন করেছেন।