প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

কম্পিউটার কী?

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। ৪৪। গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র কী? উত্তর : রাশিগুলোর যোগফল = গড় ক্ম রাশিগুলোর সংখ্যা ৪৫। ১০, ১১, ১২, ১৩ ও ১৪ এর গড় কত? উত্তর : ১২ ৪৬। গড় নির্ণয়ে একাধিক রাশির কী করতে হয়? উত্তর : যোগফল ৪৭। তিনটি সংখ্যার গড়ের অর্ধেক ৩ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত? উত্তর : ১৮ ৪৮। ১২, ০ ও ১৮ এর গ.সা.গু. কত? উত্তর : ১০ ৪৯। শতকরা কী? উত্তর : একটি ভগ্নাংশ যার হর ১০০ ৫০। শতকরা প্রকাশের চিহ্নটি লিখ। উত্তর : % ৫২। কে শতকরায় প্রকাশ কর। উত্তর : ৬০% ৫২। ৮% লোকসান বলতে কী বুঝ? উত্তর : ১০০ টাকায় ৮ টাকা ক্ষতি ৫৩। ৫% লাভ বলতে কী বুঝ? উত্তর : ১০০ টাকায় ৫ টাকা লাভ ৫৪। ৯০ কেজির ১৫% কত কেজি? উত্তর : ১৩.৫০ কেজি ৫৫। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে? উত্তর : চতুর্ভুজ ৫৬। চতুর্ভুজের কয়টি বাহু আছে? উত্তর : চারটি ৫৭। চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে? উত্তর : চারটি ৫৮। চতুর্ভুজের কর্ণ কয়টি? উত্তর : ২টি ৫৯। আয়তের বিপরীত বাহুগুলো কেমন? উত্তর : সমান ৬০। আয়তের বর্গের কর্ণদ্বয় কেমন? উত্তর : সমান ৬১। আয়তের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? উত্তর : সমদ্বিখন্ডিত ৬২। যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে? উত্তর : বর্গ ৬৩।দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী? উত্তর : মিটার ৬৪।ওজন পরিমাপের মূল একক কী? উত্তর : গ্রাম ৬৫। তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী? উত্তর : লিটার ৬৬।বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উত্তর : ১ বর্গসে.মি. ৬৭। একটি ত্রিভুজের ভূমি ৮ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উত্তর : ২৪ বর্গ সে.মি. ৬৮। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত? উত্তর : ২০০ বর্গমিটার ৬৯। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে কী বলে? উত্তর : রাত্রি ৭০।বাংলা কোন কোন মাস ৩০ দিনে হয়? উত্তর : আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র ৭১। বাংলা কোন কোন মাস ৩১ দিনে হয়? উত্তর : বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ৭২। বাংলা মতে কয়টি মাস ৩০ দিনে হয়? উত্তর : ৭টি ৭৩।১৯৯৮ সালের ফেব্রম্নয়ারি মাস কত দিনে ছিল? উত্তর : ২৮ দিনে ৭৪। ২০১২ সাল অধিবর্ষ কেন? উত্তর : কারণ এটি ৪০০ দ্বারা বিভাজ্য ৭৫। কত দিনে ১ বছর ধরা হয়? উত্তর : ৩৬৫ দিনে ৭৬। ক্যালকুলেটর কী? উত্তর : হিসাব নিকাশের সহায়ক যন্ত্র ৭৭। ঈধষপঁষধঃড়ৎ অর্থ কী? উত্তর : গণনাকারী ৭৮। ক্যালকুলেটরে সাধারণত কয়টি বোতাম থাকে? উত্তর : ২৬টি ৭৯। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর চালু করতে হয়? উত্তর : ঙঘ/অঈ ৮০। কোন বোতাম টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়? উত্তর : ঙঋঋ ৮১। কম্পিউটার কী? উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র ৮২। আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর : চার্লস ব্যাবেজ ৮৩। কম্পিউটারের কার্যপদ্ধতির মূল বিষয়টি কেমন? উত্তর : খুবই সোজা ৮৪। কম্পিউটারের মূল অংশ কয়টি? উত্তর : ৪টি