জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এ কে ফজলুল হক
প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- উত্তর: এ কে ফজলুল হক। প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী - উত্তর: এ কে ফজলুল হক। প্রশ্ন: ১৯৪৩ সালের (১৩৫০ বঙ্গাব্দ) দুর্ভিক্ষে তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ মারা যায় যা- উত্তর: 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত। প্রশ্ন: ১৯৪৩ সালের দুর্ভিক্ষের অন্যতম কারণ- উত্তর: ব্রিটিশ শাসক সেনা ও যুদ্ধে নিয়োজিত কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ। প্রশ্ন: ভারতে স্বাধীনতা আইন পাস হয়- উত্তর: ১৮ জুলাই, ১৯৪৭ সালে। প্রশ্ন: ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারত ভেঙ্গে গঠন করা হয়- উত্তর: পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য। প্রশ্ন: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী- উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।