ইবিতে আলোচনা সভা

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় রির্পোটার্স ইউনিটির সদস্য ফারহানা নওশীন তিতলী ও মারিয়া জামান এশার সঞ্চালনায় ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা। এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এর আগে, বেলা ৩টায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি অফিস থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রার পর ১ম বর্ষপূর্তি উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা হয়।