চবিতে বিদায় সংবর্ধনা

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, সব অন্যায় অন্ধকারকে প্রতিহত করে সত্য-সুন্দরকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে। ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. একেএম মাহফুজুল হক এবং প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক উম্মে হাবিবা। অনুষ্ঠানের পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।