বেরোবিতে ১ম সমাবর্তন ২০২০ সালে

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২০ সালে। বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউলস্নাহ। ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে 'সেশনজট মুক্ত বিভাগ' ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি ১২ বছরে পদার্পণ করেছে। অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করে চলে গেছেন। এখনো একটি সমাবর্তন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে আমরা প্রথম সমাবর্তন আয়োজন করব।সংবাদ সম্মেলনে উপাচার্যসহ দুর্যোগব্যবস্থাপনা বিভাগের সব শিক্ষকরা, গণসংযোগ দপ্তরের আরিফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত বিভিন্ন প্রেস ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।