যবিপ্রবিতে হেল্থ ক্যাম্প

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
৯ আগস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম কাডির্য়াক হাসপাতাল অ্যান্ড রিসাচর্ ইনস্টিটিউটের প্রধান নিবার্হী কমর্কতার্ প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রশীদ। জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে যবিপ্রবির মেডিকেল সেন্টারে এ ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ৩৮ জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ২ হাজার ৪০০ রোগী দেখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামেির্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিতেশ চন্দ্র। যবিপ্রবির উপাচাযর্ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সিভিল সাজর্ন দিলীপ কুমার রায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির প্রধান চিকিৎসা কমর্কতার্ ডা. দীপক কুমার মÐল। সাবির্ক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়ক’ এবং বিএনসিসি।