এসএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
হৃৎপিন্ড
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-৬ ৭৩। হৃৎপিন্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? উত্তর : ৩টি ৭৪। ডায়াস্টোল কাকে বলে? উত্তর : হৃৎপিন্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে। ৭৫। হৃৎপিন্ড আবৃতকারী পর্দার নাম কী? উত্তর : পেরিকার্ডিয়াম ৭৬। এপিকার্ডিয়াম মূলত কী দিয়ে গঠিত? উত্তর : যোজক কলা ৭৭। ঊর্ধ্ব মহাশিরার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কীসে প্রবেশ করে? উত্তর : ডান অলিন্দ ৭৮। হেপাটিক শিরার শোষিত রক্ত কোথায় যায়? উত্তর : হৃৎপিন্ডে ৭৯। শিরা কাকে বলে? উত্তর : যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে ফিরে আসে তাদের শিরা বলে। ৮০। ডান নিলয় থেকে কোন নাড়ি বের হয়? উত্তর : ফুসফুসীয় ধমনি ৮১। টিউনিকা মিডিয়া কোথায় পাওয়া যায়? উত্তর : ধমনি ৮২। ধমনির মাঝের স্তরটিকে কী বলে? উত্তর : টিউনিকা মিডিয়া ৮৩। সুস্থ অবস্থায় হাতের কব্জিতে পালসের মান প্রতি মিনিটে কত? উত্তর : ৭০ ৮৪। প্রসবকালীন উচ্চরক্তচাপজনিত সমস্যাকে কী বলে? উত্তর : অ্যাক্লামশিয়া ৮৫। হৃৎপিন্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে? উত্তর : অ্যানজিনা ৮৬। কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? উত্তর : কোলেস্টেইন ৮৭। আমাদের রক্তে খউখ-এর শতকরা পরিমাণ কত? উত্তর : ৭০% ৮৮। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে খউখ-এর আদর্শ মান কত? উত্তর : ১.৬৮ - ৪.৫৩ ৮৯। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে খউখ-এর আদর্শ মান কত? উত্তর : ১.৬৮-৪.৫৩ ৯০। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ঐউখ-এর আদর্শ মান কত? উত্তর : ০.৯০ - ১.৪৫ ৯১। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ঐউখ-এর আদর্শ মান কত? উত্তর : ০.৯০ - ১.৬৮ ৯২। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ট্রাই গিস্নসারাইডের আদর্শ মান কত? উত্তর : ০.৪৫ - ১.৮১ ৯৩। কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়? উত্তর : অ্যাডরেনাল ৯৪। মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়? উত্তর : ২০-৩০ ৯৫। রক্ত কোষের ক্যান্সারকে কী বলে? উত্তর : লিউকেমিয়া ৯৬। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়? উত্তর : ঝঃৎবঢ়ঃড়পড়পপঁং ৯৭। হার্ট বিট কী? উত্তর : প্রতি মিনিটে যে সংখ্যক বার হৃৎপিন্ড সংকুচিত ও প্রসারিত হয় তাকে হার্ট বিট বলে। ৯৮। নেফ্রন কী? উত্তর : বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে। ৯৯। নাড়িঘাত চাপ কী? উত্তর : উচ্চরক্তচাপ ও নিম্ন রক্তচাপের পার্থক্যকে নাড়িঘাত চাপ বলে। ১০০। স্ট্রোক কী? উত্তর : মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে স্ট্রোক বলে। অধ্যায় - ৭ ১। মানবদেহে কত সময় পর্যন্ত ঙ২ সরবরাহ বন্ধ থাকলে মৃতু্য অনিবার্য? উত্তর : ৩-৪ মিনিটের বেশি ২। উদ্ভিদের গ্যাসীয় বিনিময় মূলত কয়টি উপায়ে হয়? উত্তর : ২টি ৩। বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কী ঘটে? উত্তর : শ্বাসকষ্ট ৪। উদ্ভিদ কীসের মাধ্যমে পানি থেকে গ্যাস সংগ্রহ করে? উত্তর : মূল ৫। উদ্ভিদে লেন্টিসেল পাওয়া যায় কোথায়? উত্তর : কান্ডের বাকলে ৬। পত্ররন্দ্র দিনের বেলায় কোন সময় খোলা থাকে? উত্তর : সকাল ১০-১১টায় ও বিকাল ৩টায় ৭। শ্বসন প্রক্রিয়া কতক্ষণ সংঘটিত হয়? উত্তর : ২৪ ঘণ্টা ৮। মানবদেহে বায়ুর সাথে অক্সিজেন কোথায় প্রবেশ করে? উত্তর : ফুসফুসে ৯। সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়? উত্তর : পাতার মেসোফিল প্যারেনকাইমায় ১০। অক্সিজেন কোন মাধ্যমে মানবদেহের সব অঙ্গে পৌঁছায়? উত্তর : রক্তের মাধ্যমে ১১। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত তার নাম কী? উত্তর : পস্নুরা ১২। ফুসফুসের প্রতিটা বায়ুথলি কী দ্বারা পরিবেষ্টিত থাকে? উত্তর : কৈশিক নালিকা