এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
ভিডিও কনফারেন্সিং
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-১ ৪৪. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়? ক. টেলিকনফারেন্স খ. টেলিকমিউনিকেশন গ. ভিডিও কনফারেন্স ঘ. ভিডিও চ্যাটিং সঠিক উত্তর: ক. টেলিকনফারেন্স ৪৫. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা র. একে অপরের ছবি দেখতে পারে রর. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পায় ররর. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৪৬. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়? ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং গ. ই-বিজনেস ঘ. আউটসোর্সিং সঠিক উত্তর: ঘ. আউটসোর্সিং ৪৭. তথ্যপ্রযুক্তি বলতে মূলত কী বোঝায়? ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি খ. তথ্য বিক্রির প্রযুক্তি গ. তথ্য বিকৃতির প্রযুক্তি ঘ. শুধু তথ্য রাখার প্রযুক্তি সঠিক উত্তর: ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি \হ ৪৮. দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? ক. ফেসবুক খ. আউটসোর্সিং গ. গুগল ঘ. সংবাদপত্র সঠিক উত্তর: খ. আউটসোর্সিং ৪৯. বর্তমান সময়ের আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচারব্যবস্থা মূলত কী নির্ভর? ক. স্যাটেলাইট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. দৈনিক পত্রিকা সঠিক উত্তর: ক. স্যাটেলাইট ৫০. টেলিভিশন একটি- ক. প্রেরক যন্ত্র খ. একমুখী যোগাযোগব্যবস্থা গ. দ্বিমুখী যোগাযোগব্যবস্থা ঘ. টেলিকমিউনিকেশন সঠিক উত্তর: খ. একমুখী যোগাযোগব্যবস্থা \হ ৫১. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়? ক. ই-মেইল খ. ফেসবুক গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার সঠিক উত্তর: গ. টেলিকনফারেন্সিং অধ্যায়-২ ১. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হচ্ছে- ক. রাউটার খ. মডেম গ. রিপিটার ঘ. সুইচ সঠিক উত্তর: খ. মডেম