৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ২৭. সামাজিক ভাষা কত প্রকার? ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার সঠিক উত্তর : ক. দুই প্রকার ২৮. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? ক. উচ্চশ্রেণির ভাষা খ. উচ্চভাষা গ. অভিজাত ভাষা ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা সঠিক উত্তর : ক. উচ্চশ্রেণির ভাষা ধ্বনি, বর্ণ, সন্ধি ১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে? ক. শ্বাসনালি খ. স্বরযন্ত্র গ. গলনালি ঘ. বাগ্‌যন্ত্র সঠিক উত্তর : ঘ. বাগ্‌যন্ত্র ২. বাগ্‌যন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি? ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বাক্য সঠিক উত্তর : ক. ধ্বনি ৩. যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে? ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ সঠিক উত্তর : ক. স্বরধ্বনি ৪. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়? ক. অ খ. আ গ. ই ঘ. উ সঠিক উত্তর : গ. ই ৫. স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর : খ. তিনটি ৬. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : ক. সম্মুখ স্বরধ্বনি