প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

ভাটায় ইট পোড়ানোর ফলেÑ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায় : দুই ২৩। গাড়ির হনর্, গোলমাল, হঠাৎ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হয়। এই দূষণের ফলে কী সমস্যা হতে পারে? উত্তর: কানে সমস্যা ২৪। কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করল। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে? উত্তর: পানিদূষণ ২৫। ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন দূষণ ঘটবে? উত্তর: বায়ুদূষণ ২৬। তাহিয়াদের বাসায় বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে? উত্তর: শব্দদূষণ ২৭। শিল্পকারখানার তীব্র আওয়াজে কোন দূষণ ঘটবে? উত্তর: শব্দদূষণ ২৮। তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে একটি তেলবাহী জাহাজ দুঘর্টনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কী দূষণ ঘটাবে? উত্তর: মাটিদূষণ ২৯। পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কী? উত্তর: জনসচেতনতা বৃদ্ধি ৩০। পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে? উত্তর: গাছ লাগাতে হবে ৩১। ভাটায় ইট পোড়ানোর ফলে কী হয়? উত্তর: বায়ু দূষিত হয়