প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

৭ম শ্রেণির পড়ালেখা (বাংলা দ্বিতীয়পত্র)

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর ব্যাকরণ ৩। ‘যে বইয়ে ভাষার বিচার ও স্বরূপের বিচার ও বিশ্লেষণ আছে, তা-ই ব্যাকরণ।’-এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. জ্যোতিভূষণ চাকী খ. ডক্টর সুকুমার সেন গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর: খ. ডক্টর সুকুমার সেন ৪। সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে কোনটি? ক. ছন্দ খ. অলঙ্কার গ. ছন্দ-অলঙ্কার ঘ. ব্যাকরণ সঠিক উত্তর: ঘ. ব্যাকরণ ৫। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে- ক. ভাষার শৃঙ্খলা খ. ভাষার উন্নতি গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা ঘ. ভাষার বিশ্লেষণ সঠিক উত্তর: ঘ. ভাষার বিশ্লেষণ ৬। ব্যাকরণ এসেছে কখন? ক. ভাষার আগে খ. ভাষা সৃষ্টির পরে গ. ভাষা সৃষ্টির সঙ্গে ঘ. সাম্প্রতিক কালে। সঠিক উত্তর: খ. ভাষা সৃষ্টির পরে ৭। ব্যাকরণের মূল ভিত্তি কী? ক. ধ্বনি খ. ভাষা গ. ভাব ঘ. বাক্য সঠিক উত্তর: খ. ভাষা ৮। সব ভাষায় ব্যাকরণের কয়টি প্রধান বিষয় আলোচনা করা হয়? ক. তিনটি খ. চারটি গ. পঁাচটি ঘ. ছয়টি সঠিক উত্তর: খ. চারটি