প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি (জীববিজ্ঞান)

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক, সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়
২৩. কোনো বিশেষ অঙ্গের সাহায্যে পুং তেলাপোকাকে স্ত্রী তেলাপোকা থেকে পৃথক করা যায়? ক. অ্যানাল স্টাইল খ. মুখপাঙ্গ গ. সারকাম ঘ. বহিঃত্বক সঠিক উত্তর : ক. অ্যানাল স্টাইল ২৪. কোনটি মেসেন্টেরনের অংশÑ ক. ক্রপ খ. গিজাডর্ গ. হেপাটিক সিকা ঘ. ইলিয়াম সঠিক উত্তর : গ. হেপাটিক সিকা ২৫. আরশোলার প্রতিটি চোখে সবোর্চ্চ অসিলি থাকেÑ ক. ১২০০ খ. ১৫০০ গ. ১৮০০ ঘ. ২০,০০০ সঠিক উত্তর : খ. ১৫০০ ২৬. নিচের কোনটি আরশোলার পৌষ্টিক নালীর অংশ নয়? ক. লালাগ্রন্থি খ. মেসেন্টেরন গ. ক্রপ ঘ. গিজাডর্ সঠিক উত্তর : ক. লালাগ্রন্থি ২৭. ক্রপের বহিঃপ্রাচীরে অযৌন জননকে কি বলে? ক. গ্যামাটোগনি খ. স্পোরোগনি গ. সাইজোগনি ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : খ. স্পোরোগনি ২৮. ম্যালেরিয়া জ্বরের দশা নয় কোনটি? ক. শীতল দশা খ. উষ্ণ দশা গ. ঘাম দশা ঘ. বরফ দশা সঠিক উত্তর : ঘ. বরফ দশা