শিক্ষা সংক্ষেপ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নোবিপ্রবিতে জাতীয় শোক দিবসের সভা শিক্ষা জগৎ ডেস্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১২ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) সভা ও বিভিন্ন কমর্সূচির আয়োজন করে। ইনস্টিটিউট দুটির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৩য় তলায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইআইটির পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভ‚ঁইয়া। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচাযর্ প্রফেসর ড. মো. আবুল হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষাথীর্-শিক্ষক ও কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন। খুবিতে বিদায়ী অনুষ্ঠান শিক্ষা জগৎ ডেস্ক ১২ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের পদাথির্বজ্ঞান ডিসিপ্লিনের মাল্টিপারপাস কক্ষে ১৪ ব্যাচের শিক্ষাথীের্দর বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পনেরো ব্যাচের আয়োজনে ওই বিদায়ী অনুষ্ঠানে পদাথির্বজ্ঞান ডিসিপ্লিন প্রধান ড. মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। এ সময় আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের সাবেক ডিন প্রফেসর ড. এম রকিব উদ্দিন আহমেদ, পদাথির্বজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক মো. আহসান হাবীব, মো. সালাহউদ্দীন মিনা এবং বিদায়ী শিক্ষাথীের্দর পক্ষ থেকে মুজাহিদ রনি, আল ফাহাদ হোসেন ও ১৫ ব্যাচের শিক্ষাথীের্দর পক্ষ থেকে বরকত উল্লা পাপ্পু। এর আগে বিদায়ী শিক্ষাথীের্দর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৫ ব্যাচের শিক্ষাথীর্ শৌভিক কুমার ঘোষ এবং মোয়ানা মুনতারিন।