এসএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
উয়ারী-বটেশ্বর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো প্রথম অধ্যায় ১। কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? (ক) হেরোডোটাস (খ) লিওপোন্ড ফন্‌র্ যাংকে (গ) টয়েনবি (ঘ) ই.এইচ.কার \হসঠিক উত্তর: (খ) লিওপোন্ড ফন্‌র্ যাংকে ২। উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ প্রমাণ করে- (র) প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল; (রর) বহু প্রাচীন আমলে বাংলাদেশে নগর-সভ্যতা গড়ে ওঠে; (ররর) প্রাচীন বাংলার আদিবাসীদের ধ্যান-ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও: রিমা ঈদের ছুটিতে মা-বাবার সাথে কুমিলস্নার ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি দেখতে পায়। \হ ৩। রিমা ময়নামতি জাদুঘরে ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা হলো- (র ) লিখিত (রর) অলিখিত (ররর) প্রত্নতত্ত্ব নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (গ) রর ও ররর ৪। রিমা ময়নামতি জাদুঘর পরিদর্শন করে জানতে পারবে, প্রাচীন বাংলার- (র ) সামাজিক ইতিহাস (রর) অর্থনৈতিক ইতিহাস (ররর) সাংস্কৃতিক ইতিহাস নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৫। ১৯৭১ সালে বাংলাদেশে কী সংগঠিত হয়? (ক) মুক্তিসংগ্রাম (খ) মুক্তিযুদ্ধ (গ) ভাষা আন্দোলন (ঘ) ঘূর্ণিঝড় সঠিক উত্তর : (খ) মুক্তিযুদ্ধ ৬। ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? (ক) ইতি + হাস (খ) ইতি + আস (গ) ইতিহ + আস (ঘ) ইতিহ + আস সঠিক উত্তর: (গ) ইতিহ + আস ৭। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে- (ক) ইতিহ শব্দ থেকে (খ) ঐতিহ্য শব্দ থেকে (গ) ইতি শব্দ থেকে (ঘ) স্টরি শব্দ থেকে \হসঠিক উত্তর: (ক) ইতিহ শব্দ থেকে ৮। ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয়- (ক) ইতিহাস (খ) সভ্যতা (গ) কনসার্ট (ঘ) সংস্কৃতি সঠিক উত্তর: (ক) ইতিহাস ৯। অতীতের শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ভাষা, শিক্ষা যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কী বলে? (ক) ঐতিহ্য (খ) ইতিহাস (গ) বিবর্তন (ঘ) সংরক্ষণ সঠিক উত্তর : (ক) ঐতিহ্য নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : হিরা ইতিহাসের স্বরূপ নিয়ে গবেষণা করতে গিয়ে অনুধাবন করেন দিন দিন এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাও তার নিকট বৃদ্ধি পাচ্ছে। ১০। হিরা ইতিহাস পাঠের ফলে কোনটি অর্জন করে না? (ক) দৃষ্টান্ত থেকে শিক্ষা (খ) জ্ঞানের পরিধি (গ) ধনসম্পদ অর্জন (ঘ) ভালোমন্দের পার্থক্য নির্ণয়। সঠিক উত্তর : (গ) ধনসম্পদ অর্জন ১১। হিরার নিকট ইতিহাস পাঠের প্রয়োজনীয় কারণ (র) সচেতনতা বৃদ্ধি করে (রর) দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা (ররর) বিচার-বিশ্লেষণ ক্ষমতা বাড়ে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ১২। যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে (র) জাতীয় পরিচয় (রর) ইতিহাস (ররর) ঐতিহ্য নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যথার্থ কারণ কী? (ক) দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় (খ) দর্শনের শিক্ষা দেয় (গ) সত্যনিষ্ঠ শিক্ষা দেয় (ঘ) বাস্তবিকভাবে শিক্ষা দেয় সঠিক উত্তর : (ক) দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় ১৪। জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে? (ক) সাহিত্য (খ) ইতিহাস (গ) উপন্যাস (ঘ) কবিতা সঠিক উত্তর : (খ) ইতিহাস ১৫। কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম? (ক) ইতিহাসের (খ) বিজ্ঞানের (গ) কম্পিউটারের (ঘ) মোবাইলের। সঠিক উত্তর : (ক) ইতিহাসের ১৬। ইতিহাস পাঠ করলে- (র) সকলে আপন হয় (রর) বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ে (ররর) দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর