৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ধ্বনি, বর্ণ, সন্ধি ৭. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : খ. মধ্য-স্বরধ্বনি ৮. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য-স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন-স্বরধ্বনি সঠিক উত্তর : গ. পশ্চাৎ স্বরধ্বনি ৯. জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : গ. উচ্চ স্বরধ্বনি ১০. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : খ. নিম্ন-স্বরধ্বনি ১১. জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারিত হয় হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি ১২. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. মধ্য-স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি ১৩. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২