চবিতে ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ ডিসেম্বর দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন 'ঞযরৎফ ঊণঊ' ওয়েবসাইটের উদ্বোধন করে। দৃষ্টিহীন শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে পাঠ্য পুস্তুকের রেকর্ডিং, গুরুত্বপূর্ণ বইয়ের ডক ফাইল পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এমনকি পরীক্ষার সময়ে দৃষ্টি প্রতিবন্ধীদের শ্রম্নতি লেখক খুঁজে দেয়ার কাজও করবে এই ওয়েবসাইট। এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ওয়েবসাইট যেটি এ ধরনের সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানটি শুরু হয়র্ যালির মধ্য দিয়ে। এ ছাড়াও অনুষ্ঠানে ছিল আলোচনা সভা। যেখানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সিরাজ উদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. হানিফ মিয়া, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন সরকার সুরভী এবং থার্ড আইয়ের ছাত্র উপদেষ্টা নাহিদ নেওয়াজ। অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন মো. আব্দুলস্নাহ আল জোবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসরুর ইশরাক।