এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায়-২ নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও। কম্পিউটার ল্যাবে ২০টি কম্পিউটার একটি বিশেষ টপোলজিতে নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হলো। এতে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে পারফরম্যান্স বেশ ভালো, তবে একটি কম্পিউটার অকেজো হলেই পুরো নেটওয়ার্কটি অকার্যকর হয়ে পড়ছে। ২. উদ্দীপকে নেটওয়ার্কিংয়ে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে? ক. রিং খ. বাস গ. স্টার ঘ. মেস সঠিক উত্তর: ক. রিং ৩. আরও কম্পিউটার যেকোনো মুহূর্তে সংযুক্ত করতে ও আগের কম্পিউটারটি ত্রম্নটিমুক্ত করতে চাইলে কোন টপোলজিটি উপযোগী হবে? ক. স্টার খ. ট্রি গ. রিং ঘ. মেস সঠিক উত্তর: ক. স্টার ৪. ফাইবার অপটিক কেবেলর সুবিধা কোনটি? ক. ডেটার গতির ওসনঢ়ং খ. পরিবেশের প্রভাবমুক্ত গ. অপেক্ষাকৃত সহজে স্থাপনযোগ্য ঘ. রক্ষণাবেক্ষণ খরচ কম সঠিক উত্তর: খ. পরিবেশের প্রভাবমুক্ত \হ ৫. বস্নুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয়? ক. চঅঘ খ. খঅঘ গ. গঅঘ ঘ. ডঅঘ সঠিক উত্তর: ক. চঅঘ নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। মি. হারুন যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন, সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নাম্বারটি ব্যবহার করতে পারেননি। ৬. মি. হারুনের ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে- ক. এঝগ খ. ঈউগঅ গ. ঞউগঅ ঘ. ঋউগঅ সঠিক উত্তর: খ. ঈউগঅ ৭. উদ্দীপকে উলিস্নখিত প্রযুক্তির বৈশিষ্ট্য- র. ওফবহঃরভরপধঃরড়হ গড়ফঁষব ব্যবহার করা যায় রর. প্রাইভেসি বেশি ররর. রিপিটারসমূহ ব্যবহারে সক্ষম নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৮. ঘওঈ-এর পূর্ণরূপ কী? ক. ঘবঃড়িৎশ ওহঃবৎভধপব ঈধৎফ খ. ঘবঃড়িৎশ ওফবহঃরঃু ঈধৎফ গ. ঘবঃড়িৎশ ওহভড়ৎসধঃরড়হ ঈধৎফ ঘ. ঘবঃড়িৎশ ওহঃবৎপযধহমব ঈধৎফ সঠিক উত্তর: ক. ঘবঃড়িৎশ ওহঃবৎভধপব ঈধৎফ ৯. ডর-ঋর-এর ক্ষেত্রে- র. ফুল ডুপেস্নক্স মোড ব্যবহৃত হয় রর. কেবেলর প্রয়োজন নেই ররর. কভারেজ এরিয়া হচ্ছে ৩২ থেকে ৯৫ মিটার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ১০. ভয়েস ব্যান্ডের গতি কত? ক. ৪৫-৩০০ নঢ়ং খ. ৯৬০০ নঢ়ং গ. ১ গনঢ়ং ঘ. ৯৬০০ কনঢ়ং সঠিক উত্তর: ক. ৪৫-৩০০ নঢ়ং ১১. বস্নুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? ক. চঅঘ খ. খঅঘ গ. গঅঘ ঘ. ডঅঘ সঠিক উত্তর: ক. চঅঘ ১২. হাব বা সুইচ ব্যবহৃত নেটওয়ার্ক টপোলজি কোনটি? ক. রিং খ. ট্রি গ. মেস ঘ. বাস সঠিক উত্তর: খ. ট্রি ১৫. কোন প্রজন্মের মোবাইল ফোনে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ সঠিক উত্তর: গ. তৃতীয়