এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
মানবসভ্যতার অগ্রগতির সাথে সাথে লেখা হচ্ছে-
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো প্রথম অধ্যায় ৩৫। ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক? (ক) আফ্রিকান (খ) মিশরীয় (গ) জাপানিজ (ঘ) স্পেনীয় সঠিক উত্তর : (ক) আফ্রিকান ৩৬। ইতিহাসের উপাদানকে কয়ভাগে ভাগ করা যায়? (ক) দুই ভাগে (খ) তিন ভাগে (গ) চার ভাগে (ঘ) পাঁচ ভাগে সঠিক উত্তর : (ক) দুই ভাগে ৩৭। মানুষকে সচেতন করে তোলে কিসের জ্ঞান? (ক) সাধারণ জ্ঞান (খ) ধর্মের জ্ঞান (গ) ইতিহাসের জ্ঞান (ঘ) পুষ্টি জ্ঞান সঠিক উত্তর : (গ) ইতিহাসের জ্ঞান ৩৮। অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত? (ক) ইতিহাস পাঠ (খ) উপন্যাস পাঠ (গ) পত্রিকা পাঠ (ঘ) বিজ্ঞান পাঠ সঠিক উত্তর : (ক) ইতিহাস পাঠ ৩৯। গৌররাজ শশাংকের রাজধানী ছিল কোনটি? (ক) কর্ণ সুবর্ণ (খ) চন্দ্রদ্বীপ (গ) পুন্ড্রনগর (ঘ) বিক্রমপুর সঠিক উত্তর : (ক) কর্ণ সুবর্ণ নিচের উদ্দীপকটি পড় এবং ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও : কোদালপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে মারামারি হলে পরদিন পত্রিকায় প্রকাশিত হলো সাবেক চেয়ারম্যানের লোকজন বর্তমান চেয়ারম্যানের লোকজনকে বেদম পিটিয়েছে। অন্য একটি পত্রিকায় প্রকাশিত হলো বর্তমান চেয়ারম্যানের লোকজন সাবেক চেয়ারম্যানের লোকজনদের ভীষণভাবে আঘাত করেছে। ৪০। উদ্দীপকের ঘটনাটির ইতিহাস লিখতে হলে কোন বিষয়টি উপেক্ষা করতে হবে? (ক) ভৌগোলিক অবস্থান (খ) একত্রিত ঘটনা (গ) খ্রিষ্টপূর্ব ঘটনা (ঘ) আবেগ সঠিক উত্তর : (ঘ) আবেগ ৪১। উদ্দীপকের দুটি পত্রিকায় দুই ধরনের তথ্য প্রকাশ ইতিহাসের যেসব বৈশিষ্ট্যের অন্তরায় তা হলো- (র) নিরপেক্ষতা (রর) সুষ্ঠু পর্যবেক্ষণ ক্ষমতা (ররর) নিষ্ঠাবান দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৪২। বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করলে জানা যাবে- (র) সামাজিক ইতিহাস (রর) অর্থনৈতিক ইতিহাস (ররর) সাংস্কৃতিক ইতিহাস (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৪৩। সমাজ জীবনকে গুরুত্ব দিয়ে কোন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দিয়েছেন? (ক) ব্যাপসন (খ) হেরোডোটাস (গ) টয়েনবি (ঘ) জনসন সঠিক উত্তর : (গ) টয়েনবি ৪৪। লামা তারনাথ কোন দেশের লেখক? (ক) চাইনিজ (খ) জাপানিজ (গ) ভারতীয় (ঘ) তিব্বতীয় সঠিক উত্তর : (ঘ) তিব্বতীয় ৪৫। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? (ক) ধর্মপাল (খ) দেবপাল (গ) গোপাল (ঘ) নেপাল সঠিক উত্তর : (গ) গোপাল ৪৬। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন- (র) ইতিহাসের ইতিবৃত্ত জানা (রর) ইতিহাসের উপাদান জানা (ররর) ইতিহাসের প্রকার ভেদ জানা নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৪৭। অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে কোনটি? (ক) সংস্কৃতি (খ) বিজ্ঞান (গ) ইতিহাস (ঘ) সাহিত্য সঠিক উত্তর : (গ) ইতিহাস ৪৮। সঠিক হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী? (ক) ঘটনার সঠিক মূল্যায়ন (খ) ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন \হ(গ) ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন (ঘ) ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন সঠিক উত্তর : (ঘ) ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন ৪৯। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর কেমন? (ক) ব্যাপক (খ) ক্ষুদ্র (গ) সীমিত (ঘ) বিস্তীর্ণ সঠিক উত্তর : (ক) ব্যাপক ৫০। মানবসভ্যতার অগ্রগতির সাথে সাথে কী লেখা হচ্ছে- (ক) অর্থনীতি (খ) অর্থনীতি (গ) সমাজবিজ্ঞান (ঘ) ইতিহাস সঠিক উত্তর : (ঘ) ইতিহাস ৫১। ইতিহাস কোন ধরনের? (ক) স্থির (খ) প্রবাহমান (গ) ঘটমান (ঘ) অপরিবর্তনীয় সঠিক উত্তর : (খ) প্রবাহমান