শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ধ্বনি, বর্ণ, সন্ধি

১২. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?

ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি

খ. নিম্ন-স্বরধ্বনি

গ. মধ্য-স্বরধ্বনি

ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি

১৩. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ক. ২

১৪. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি

খ. অগোলাকৃত স্বরধ্বনি

গ. সংবৃত স্বরধ্বনি

ঘ. বিবৃত স্বরধ্বনি

সঠিক উত্তর : ক. গোলাকৃত স্বরধ্বনি

১৫. গোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ খ. আ

গ. ই ঘ. এ

সঠিক উত্তর : ক. অ

১৬. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি

খ. অগোলাকৃত স্বরধ্বনি

গ. সংবৃত স্বরধ্বনি

ঘ. বিবৃত স্বরধ্বনি

সঠিক উত্তর : খ. অগোলাকৃত স্বরধ্বনি

১৭. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ খ. আ

গ. এ খ. ও

সঠিক উত্তর : গ. এ

১৮. একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?

ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি

খ. অনুনাসিক স্বরধ্বনি

গ. মৌখিক স্বরধ্বনি

ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : খ. অনুনাসিক স্বরধ্বনি

১৯. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?

ক. ম্‌ খ.ল্‌

গ. ট্‌ ঘ থ্‌

সঠিক উত্তর : খ. ল্‌

২০। অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. এ খ. ঈ

গ. উ ঘ. আ

সঠিক উত্তর : ঘ. আ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78725 and publish = 1 order by id desc limit 3' at line 1