৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অধ্যায়-৯ ৭. উন্নত দেশগুলোতে ৬০ বা ৬৫ বছর বয়সীদের প্রবীণ বলে গণ্য করা হয় রর. প্রবীণদের সম্মান ও বিভিন্ন সুযোগ দেওয়া হয় ররর. প্রবীণদের সমাজের বোঝা মনে করা হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর. ৮. বিচারপতির ক্ষেত্রে অবসরের বয়সসীমা কত বছর? ক. ৬০ খ. ৬২ গ. ৬৫ ঘ. ৬৮ \হসঠিক উত্তর: গ. ৬৫। ৯. এক সময় আমাদের দেশের পরিবারগুলো কেমন ছিল? ক. ছোট খ. অণু গ. একান্নবর্তী ঘ. যৌথ সঠিক উত্তর: গ. একান্নবর্তী। ১০. অনেক সময় প্রবীণদের কী হিসেবে গণ্য করা হয়? ক. আশীর্বাদ খ. মানবসম্পদ গ. সম্মানিত ব্যক্তি ঘ. বোঝা সঠিক উত্তর: ঘ. বোঝা। ১১. সমাজের যে শ্রেণির মানুষের বিশেষ অধিকার থাকা দরকার- র. নারী রর. শিশু ররর. প্রবীণ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: যুবক বয়সে ইকবাল সাহেবের ক্ষমতা, প্রভাব, অর্থ সবই ছিল। এখন অসুস্থ, সহায়-সম্বল, প্রভাব-প্রতিপত্তি সব হারিয়ে তিনি নিঃসঙ্গ এক অজানা পথের পথিক। ১২. ইকবাল সাহেবের এরূপ পরিস্থিতির কারণ- র. মনস্তাত্ত্বিক রর. অর্থনৈতিক ররর. শারীরিক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১৩. ইকবাল সাহেবের এরূপ সমস্যা কীভাবে সমাধান করা যায়? ক. নিয়মিত ডাক্তার দেখিয়ে খ. শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে গ. সামাজিক পদমর্যাদা প্রদান করে ঘ. আর্থিকভাবে সহায়তা দিয়ে সঠিক উত্তর: গ. সামাজিক পদমর্যাদা প্রদান করে ১৪. প্রবীণরা কাদের ওপর নির্ভর করেন? ক. নিজ সন্তান খ. সমাজ গ. রাষ্ট্র ঘ. প্রতিবেশী সঠিক উত্তর : ক. নিজ সন্তান ১৫. ছোট কর্মজীবী পরিবারে প্রবীণদের কাজ কোনটি? ক. উপার্জন করা খ. সক্রিয় অবসরে থাকা গ. ঘুমানো ঘ. গল্প-গুজব করা সঠিক উত্তর: খ. সক্রিয় অবসরে থাকা ১৬. আমাদের সমাজে প্রবীণরা অবহেলা বা উপেক্ষার শিকার হন কেন? ক. সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে খ. উপার্জনের কাজ থেকে অবসর গ্রহণ করায় গ. বেশি বয়স হওয়ায় ঘ. শারীরিক অসুস্থতায় সঠিক উত্তর: ক. সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে ১৭. মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব ও বিদেশি সংস্কৃতির প্রভাবে প্রবীণরা কোন ধরনের সমস্যায় পড়ছেন? ক. মনস্তাত্ত্বিক খ. অর্থনৈতিক গ. সামাজিক-সাংস্কৃতিক ঘ. পারিবারিক সঠিক উত্তর: গ. সামাজিক-সাংস্কৃতিক। ১৮. বর্তমানে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবার সৃষ্টি হচ্ছে। এর ফলে র. পরিবারে বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির স্থান থাকছে না রর. পরিবারের প্রবীণরা কোণঠাসা হয়ে পড়ছেন ররর. প্রবীণদের সেবাযত্নের লোকের অভাব ঘটছে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর. ১৯. কারা আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারেন? ক. প্রবীণরা খ. নবীনরা গ. যুবকরা ঘ. শিশুরা সঠিক উত্তর: ক. প্রবীণরা।