বেরোবিতে আন্তর্জাতিক কর্মশালা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে দুদিনব্যাপী (৪-৫ ডিসেম্বর, ২০১৯) আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) -এর আয়োজনে 'রিসার্চ মেথোডলজি, ফিউচার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিঙ্গু ইন ইপিডেমিক: হেল্‌থ বিলিভ মডেল'বিষয়ক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওছঅঈ'র পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার দি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনির সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক; অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. কিংসলে এমউইনিয়র অ্যাগহো এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকার সহযোগী প্রফেসর ড. তানভির আবির।