এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হয়-
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় ৬। মিশর কিসের দান? (ক) লোহিত সাগর (খ) নীলনদ (গ) সাহারা মরুভূমির (ঘ) রাজাদের। সঠিক উত্তর : (খ) নীলনদ ৭। মিশরীয়রা মৃতদেহ মমি করে রাখত কেন? (ক) দেহকে তাজা রাখার জন্য (খ) দেহকে সৎকারের জন্য \হ(গ) দেহকে জীবিত করার জন্য (ঘ) দেহকে কবর দেয়ার জন্য। সঠিক উত্তর : (ক) দেহকে তাজা রাখার জন্য ৮। সিন্ধু সভ্যতার যুগে বণিক সম্প্রদায় কেমন ছিল? (ক) দুর্বল (খ) শক্তিশালী (গ) ভঙ্গুর (ঘ) অস্তিত্ববিহীন সঠিক উত্তর : (খ) শক্তিশালী ৯। সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থার ক্ষেত্রে পরিবার ছিল- (ক) মাতৃতান্ত্রিক (খ) পিতৃতান্ত্রিক (গ) নিয়মতান্ত্রিক (ঘ) বহুপত্নিক। \হসঠিক উত্তর : (ক) মাতৃতান্ত্রিক নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : সুজিত স্যার গণিতের ক্লাসে ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলেন। সজীব স্যারকে তখন এক সভ্যতার কথা বলে। যাদের তৈরিকৃত এক স্থাপত্য শিল্পের আকৃতিও ত্রিভুজের মতো। ১০। সজীব কোন সভ্যতার কথা বলে? (ক) মিশরীয় (খ) ব্যাবিলনীয় (গ) সিন্ধু (ঘ) রোমান। সঠিক উত্তর : (ক) মিশরীয় ১১। উক্ত সভ্যতার লোকেরা ছিল- (র) ধর্ম দ্বারা প্রভাবিত (রর) একশ্বরবাদের ধারক (ররর) প্রথম পঞ্জিকার আবিষ্কারক নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ১২। মিশরীয়রা যেসব পূজা করত- (র) জড়বস্তুর (রর) মূর্তিপূজা (ররর) জীববস্তুর (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য? (ক) আমাজান (খ) নীলনদ (গ) ইয়াংসিকিয়াং (ঘ) ব্রহ্মপুত্র সঠিক উত্তর : (খ) নীলনদ ১৪। মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য? (ক) মেনেসের (খ) কাশেমের (গ) হাশেমের (ঘ) নেমেসের সঠিক উত্তর : (ক) মেনেসের ১৫। আদিম যুগের মানুষের হাতিয়ার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? (ক) তলোয়ার (খ) বন্দুক (গ) পাথর (ঘ) কোদাল। সঠিক উত্তর : (গ) পাথর ১৬। ফারাওদের ক্ষেত্রে গ্রহণযোগ্য- (র) ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী (রর) তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত (ররর) ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকারসূত্রে ফারাও। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১৭। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী? (ক) বর্ণলিপি (খ) চিত্রলিপি (গ) আদর্শলিপি (ঘ) পত্রলিপি সঠিক উত্তর : (খ) চিত্রলিপি ১৮। হরোপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত হিসেবে নিচের কোনটি সবচেয়ে যুক্তিযুক্ত? (ক) গুদাম ঘর (খ) স্নানাগার (গ) গোলাঘর (ঘ) বৃহদাকার শ্যামাগার সঠিক উত্তর : (ঘ) বৃহদাকার শ্যামাগার ১৯। পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলে? (ক) পুরোপলীয় যুগ (খ) নব্য যুগ (গ) আধুনিক যুগ (ঘ) বর্তমান যুগ। সঠিক উত্তর : (ক) পুরোপলীয় যুগ ২০। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কী? (ক) ফারাও খুকুর পিরামিড (খ) অজয়াদের পিরামিড (গ) স্বর্ণদেবীর পিরামিড (ঘ) বৌদ্ধদের পিরামিড সঠিক উত্তর : (ক) ফারাও খুকুর পিরামিড ২১। সিন্ধু সভ্যতার যুগে কিসের শ্রেণিবিভাগ ছিল? (ক) পরিবারের (খ) পাড়ার (গ) মহলস্নার (ঘ) সমাজের সঠিক উত্তর : (ঘ) সমাজের ২২। সিন্ধু সভ্যতার ব্যবহৃত বাটখারাগুলো কিসের তৈরি ছিল? (ক) পাথর (খ) লোহা (গ) পিতল (ঘ) কাঠ সঠিক উত্তর : (ক) পাথর