ববির ৬ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে বিভাগের ২য় বর্ষের ছয় মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে ছয় মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মাহবুবুর রহমান, সাইফুলস্নাহ, মুন্নী, সুইটি মন্ডল, নকিবুল হাসান ও ইমরান হোসেন। লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে পুরো এক সেমিস্টারে (ছয় মাস) প্রতি মাসে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা পাবেন।