এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
নীল নদের ফলে মিশরের-
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় ২৩। আদিম যুগের মানুষ- (র) কৃষিকাজ জানত না (রর) কম্পিউটার পারদর্শী ছিল (ররর) বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ২৪। কে গ্রিসের বিখ্যাত ভাস্কর্য? (ক) ক্যারণ (খ) জিনিয়াস (গ) মাইরন (ঘ) লাইসাস সঠিক উত্তর : (গ) মাইরন ২৫। প্রথম দিকে রোম কয়জন রাজার শাসনাধীন ছিল? (ক) একজন (খ) দুজন (গ) পাঁচজন (ঘ) সাতজন সঠিক উত্তর : (ক) একজন ২৬। সিন্ধু সভ্যতা কিসের সমসাময়িক? (ক) প্রাচীন সভ্যতার (খ) গ্রিক সভ্যতার (গ) মিশরীয় সভ্যতার (ঘ) চৈনিক সভ্যতার সঠিক উত্তর : (ক) প্রাচীন সভ্যতার ২৭। বিজ্ঞানী সেলসাস কিসের ওপর বই লেখেন? (ক) অর্থনীতির ওপর (খ) শিল্পের ওপর (গ) চিকিৎসা বিজ্ঞানের ওপর (ঘ) কৃষির ওপর সঠিক উত্তর : (গ) চিকিৎসা বিজ্ঞানের ওপর ২৮। স্পার্টা রাষ্ট্র ছিল? (ক) সামরিক রাষ্ট্র (খ) রাজতান্ত্রিক রাষ্ট্র (গ) প্রজাতান্ত্রিক রাষ্ট্র (ঘ) গণতান্ত্রিক রাষ্ট্র সঠিক উত্তর : (ক) সামরিক রাষ্ট্র ২৯। সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বাটখারা পাওয়া যায় এ তথ্য থেকে কী প্রমাণিত হয়? (ক) তার গতি পরিমাপ পদ্ধতির উদ্ভাবক (খ) তারা হস্তশিল্প হিসেবে বাটখারা তৈরি করত (গ) বাটখারা তৈরি তাদের পেশা ছিল (ঘ) তারা দ্রব্যের ওজন পদ্ধতির উদ্ভাবক সঠিক উত্তর : (ঘ) তারা দ্রব্যের ওজন পদ্ধতির উদ্ভাবক ৩০। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা? (ক) মিশরীয়রা (খ) গ্রিকরা (গ) রোমানরা (ঘ) সিন্ধুর আধিবাসীরা সঠিক উত্তর : (খ) গ্রিকরা ৩১। রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল? (ক) প্রায় ছয়শত বছর (খ) প্রায় সাতশত বছর (গ) প্রায় আটশত বছর (ঘ) প্রায় নয়শত বছর সঠিক উত্তর : (ক) প্রায় ছয়শত বছর ৩২। মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? (ক) ব্যাবিলনীয় (খ) সুমেরীয় (গ) অসিরীয় (ঘ) ক্যালডীয়। সঠিক উত্তর : (ক) ব্যাবিলনীয় নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও : চাঁদপুরের ধনাগোদা নদীতে প্রতিবছর বন্যা হয়। বন্যার পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়। ৩৩। ধনাগোদা নদীর সঙ্গে প্রাচীনকালে মিশরের কোন নদীর সাদৃশ্য আছে? (ক) নীলনদ (খ) আমাজান (গ) মিসিসিপি (ঘ) কপোতাক্ষনদ সঠিক উত্তর : (ক) নীলনদ ৩৪। উক্ত নদের ফলে মিশরের- (র) কৃষিকাজের উন্নতি ঘটে (রর) ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটে (ররর) শিল্পের উন্নতি ঘটে নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও রর ৩৫। কয়টি স্তরের মাধ্যমে হায়রোপিস্নফিকের উত্তরণ হয়? (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি সঠিক উত্তর : (গ) তিনটি ৩৬। সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল? (ক) এককেন্দ্রিক (খ) প্রজাতান্ত্রিক (গ) নিয়মতান্ত্রিক (ঘ) শাসনতান্ত্রিক সঠিক উত্তর : (খ) প্রজাতান্ত্রিক ৩৭। সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল? (ক) আঁকাবাঁকা (খ) ঢালু (গ) সোজা (ঘ) সরু সঠিক উত্তর : (গ) সোজা ৩৮। নিচের কোন সভ্যতাটি পরিমাপ পদ্ধতির উদ্ভাবক? (ক) প্রাচীন সভ্যতা (খ) সিন্ধু সভ্যতা (গ) মিশরীয় সভ্যতা (ঘ) গ্রিক সভ্যতা সঠিক উত্তর : (ঘ) গ্রিক সভ্যতা ৩৯। রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল- (ক) দাসদের (খ) কৃষকদের (গ) শ্রমিকদের (ঘ) জমিদারদের সঠিক উত্তর : (ক) দাসদের ৪০। ফারাও কিসের মতো শক্তিশালী? (ক) সিংহের (খ) বাঘের (গ) হায়নার (ঘ) মহিষের \হসঠিক উত্তর : (ক) সিংহের