খুবির ষষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ষষ্ঠ সমাবর্তন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে সমাবর্তন ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। গত ৩ ডিসেম্বর খুবির ৪২ জন শিক্ষক রেজিস্ট্রার বরাবর প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং বাস্তবায়িত প্রকল্পের দুর্নীতি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এ প্রসঙ্গে উপাচার্য বলেন, 'বর্তমানে চলমান যে প্রকল্পটি রয়েছে তা ২০১৬ সালের মে মাসে অনুমোদিত হয়। প্রকল্পের আওতাভুক্ত স্থাপনাগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করি। (১) উর্ধ্বমুখী সম্প্রসারণ ও (২) সম্পূর্ণ নতুন স্থাপনা নির্মাণ। টেন্ডারের মাধ্যমে পরামর্শক নিযুক্ত করে ডিজাইন হাতে পেতে প্রায় এক বছর চলে যায়। এ ছাড়া স্থাপত্য নকশার ক্ষেত্রে স্থপতিদের মূল্যায়নের ফলাফল পাওয়া একটি সময়সাপেক্ষ বিষয়। তাই এখানে অনেক সময় ব্যয় হয়। দীর্ঘসূত্রতার বিষয়টি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত নয়। এটি পদ্ধতিগত বিষয়।