এসএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
কলোসিয়াম নাট্যশালা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো অধ্যায় দ্বিতীয় ৫৪। অলিম্পিক খেলাকে ঘিরে নগর রাষ্ট্রগুলোর মধ্যে কী ধরনের মনোভাব গড়ে ওঠে? (ক) বন্ধুত্ব (খ) শত্রম্নতা (গ) সৌহার্দ্যপূর্ণ (ঘ) সহযোগিতার সঠিক উত্তর : (গ) সৌহার্দ্যপূর্ণ ৫৫। গ্রিক উপদ্বীপের প্রধান শহর কোনটি? (ক) এথেন্স (খ) দানিয়ূব (গ) মেসিডোনা (ঘ) আলেকজান্দ্রিয়া সঠিক উত্তর : (ক) এথেন্স ৫৬। মিশরীয় সভ্যতা কী নির্ভর ছিল? (ক) শিল্পের ওপর (খ) ব্যবসা-বাণিজ্য (গ) আমদানির ওপর (ঘ) কৃষির ওপর সঠিক উত্তর : (ঘ) কৃষির ওপর ৫৭। সিন্ধু সভ্যতার কয়টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে? (ক) ১২টি (খ) ১৩টি (গ) ১৪টি (ঘ) ১৫টি সঠিক উত্তর : (খ) ১৩টি ৫৮। ফারাও পদটি কীভাবে অর্জিত হতো? (ক) বংশানুক্রমিকভাবে (খ) শক্তির ভিত্তিতে (গ) যোগ্যতার ভিত্তিতে (ঘ) নির্বাচনের ভিত্তিতে সঠিক উত্তর : (ক) বংশানুক্রমিকভাবে ৫৯। রোমান দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে? (ক) পেরিক্লিসের (খ) হোমারের (গ) স্পার্টাকাসের (ঘ) নেপোলিয়ানের সঠিক উত্তর : (গ) স্পার্টাকাসের ৬০। মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন? (ক) শিল্পের কারণে (খ) ধর্মের কারণে (গ) কৃষির কারণে (ঘ) যুদ্ধের কারণে সঠিক উত্তর: (খ) ধর্মের কারণে ৬১। প্রাচীন গ্রিসে কীভাবে গণতন্ত্রের সূচনা হয়? (ক) নাগরিকদের সচেতনার মাধ্যমে (খ) সৈনিকদের বিদ্রোহের মাধ্যমে (গ) জনগণের কল্যাণের মাধ্যমে (ঘ) কয়েকজন সংস্কারের স্বীয় প্রচেষ্টার মাধ্যমে সঠিক উত্তর: (ঘ) কয়েকজন সংস্কারের স্বীয় প্রচেষ্টার মাধ্যমে ৬২। আইন অবদানের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়? (ক) চৈনিকদের (খ) গ্রিকদের (গ) মিশরীয়দের (ঘ) রোমানদের সঠিক উত্তর: (ঘ) রোমানদের ৬৩। রোমানদের সামরিক আইন কয় রকমের ছিল? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ সঠিক উত্তর : (খ) তিন ৬৪। রোমানদের অন্যতম দেবতার নাম কী? (ক) বিষ্ণু (খ) জুপিটার (গ) গণেশ (ঘ) কার্তিক সঠিক উত্তর : (খ) জুপিটার ৬৫। ইনিড গ্রন্থের রচিয়তা কে? (ক) ভার্জিল (খ) ট্যাসিটাস (গ) লিভি (ঘ) ওভিদ সঠিক উত্তর : (ক) ভার্জিল ৬৬। পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা কোনটি? (ক) লন্ডন নাট্যশালা (খ) কলোসিয়াম নাট্যশালা (গ) কলকাতা নাট্যশালা (ঘ) ভিয়েতনাম নাট্যশালা সঠিক উত্তর : (খ) কলোসিয়াম নাট্যশালা নিচের উদ্দীপকটি পড় এবং ৬৭ ও ৬৮নং প্রশ্নের উত্তর দাও : বিশিষ্ট শিক্ষাবিদ আকমল হোসেন হঠাৎ মারা যান। তার এক পুত্র ও এক কন্যা স্পেন প্রবাসী। তাদের দেশে আসতে আরও চারদিন সময় লাগবে। তাই আকমল হোসেনকে হিমাগারে রাখা হয়। ৬৭। হিমাগারে সংরক্ষণ করার মতো কাজ কোন সভ্যতায় প্রথম শুরু হয়? (ক) মিশরীয় (খ) ফিনিসীয় (গ) সিন্ধু (ঘ) গ্রিক সঠিক উত্তর : (ক) মিশরীয় ৬৮। উক্ত সভ্যতার লোকেরা অবদান রাখে- (র) কৃষিকাজে (রর) বিজ্ঞানে (ররর) লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কারে। \হ(ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর \হসঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর