ড্যাফোডিলে মানবাধিকার দিবস উদযাপন

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বিশ্ব মানবাধিকার ঘোষণার ৭১তম বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ। এ উপলক্ষে ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোকচিত্র প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদ। দ্বিতীয় পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমির উল ইসলাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ এম এম হামিদুর রহমান, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যারিস্টার আমির উল ইসলাম।