রাবিতে ছুটি শুরু

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদুল আজহা ও জন্মাষ্টমী উপলক্ষে ১৯ দিনের ছুটি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পযর্ন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। তবে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ছুটি থাকায় সেদিন থেকেই মূলত ক্লাস বন্ধ হচ্ছে। এ ছুটি চলবে ২ সেপ্টেম্বর পযর্ন্ত। এদিকে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের কাছে ১৬ আগস্ট থেকে আবাসিক হল বন্ধের সুপারিশ করেছে প্রভোস্ট কাউন্সিল। ঈদ উপলক্ষে অফিস বন্ধ থাকবে ১৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পযর্ন্ত। এরপর ৩১ ও ১ তারিখ শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস শুরু হবে। আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের আহŸায়ক অধ্যাপক আশরাফ-উজ-জামান বলেন, আমরা প্রভোস্ট কাউন্সিল থেকে ১৬ আগস্ট বিকাল ৫টা থেকে হল বন্ধের সুপারিশ করেছি। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হবে। তবে এটাই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নয়। বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ হল বন্ধের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবেন। হল বন্ধের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো দুই-একদিন দেরি হবে বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কমর্কার।