এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রোমান সভ্যতা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো দ্বিতীয় অধ্যায় নিচের উদ্দীপকটি পড় এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও : ব্যবসায়ী হাসান মাহামুদ পণ্যের ওজন মাপার জন্য চারকোণের ভাটখারা তৈরি করেন এবং তা দিয়েই পণ্য ক্রয়-বিক্রয় করেন। যা সবার কাছে আস্থা অর্জন করে। ৯২। ব্যবসায়ী হাসান মাহমুদের কাজটি কোন সভ্যতার উদাহরণ? (ক) গ্রিক (খ) মিশরীয় (গ) সিন্ধু (ঘ) চৈনিক সঠিক উত্তর : (খ) মিশরীয় ৯৩। উক্ত সভ্যতায় গড়ে উঠেছিল- (র) পাকিস্তানের পাঞ্জাব নিয়ে (রর) ভারতের পাঞ্জাব নিয়ে (ররর) গুজরাটের বিভিন্ন অংশ নিয়ে (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৯৪। কোন দেশকে তিনটি মহাদেশ ঘিরে রেখেছে? (ক) জাপান (খ) মিশর (গ) ব্রাজিল (ঘ) কানাডা সঠিক উত্তর : (খ) মিশর ৯৫। সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কী বলা হতো? (ক) সরাই খানা (খ) গুদামঘর (গ) কোষাগার (ঘ) ফসল ঘর সঠিক উত্তর : (গ) কোষাগার ৯৬। সিন্ধু সভ্যতায় কুমারেরা কিসের ব্যবহার জানত? (ক) চাকার (খ) গাড়ির (গ) আগুনের (ঘ) পোশাকের সঠিক উত্তর: (ক) চাকার ৯৭। স্পার্টার শাসনতন্ত্র প্রণয়ন করেন কে? (ক) লাইকারগস (খ) ট্যাসিটাস (গ) ফিদিয়াস (ঘ) মাইরন সঠিক উত্তর : (ক) লাইকারগস নিচের উদ্দীপকটি পড় এবং ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও : কামালের বাবা একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন দেশে গম, লিলেন কাপড় ও মাটির পাত্র রপ্তানি করেন। ৯৮। কামালের বাবার রপ্তানি পণ্যের সঙ্গে কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? (ক) মিশরীয় (খ) ফিনিসীয় (গ) সিন্ধু (ঘ) গ্রিক সঠিক উত্তর : (ক) মিশরীয় ৯৯। উক্ত সভ্যতার অর্থনীতি- (র) কৃষিনির্ভর (রর) ব্যবসায়নির্ভর (ররর) শিল্পনির্ভর (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও রর ১০০। গ্রিকদের প্রখ্যাত ভাস্কর্য শিল্পীদের মধ্যে ছিলেন- (র) মাইরন (রর) ফিদিয়াস (ররর) প্রাকসিটেলেস (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১০১। 'প্রমিথিউস বাউন্ড' কিসের নাম? (ক) আইন সভার (খ) গল্পের (গ) উপন্যাসের (ঘ) নাটকের সঠিক উত্তর : (ঘ) নাটকের ১০২। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে যার নাম উলেস্নখযোগ্য- (ক) আন্তিগোনে (খ) এসকাইলাস (গ) আয়দিপাউস (ঘ) সোফোক্লিস সঠিক উত্তর : (ঘ) সোফোক্লিস ১০৩। কারা প্রমাণ করেন পৃথিবী একটি গ্রহ? (ক) গ্রিক বিজ্ঞানীরা (খ) রোম বিজ্ঞানীরা (গ) মিশরীয় বিজ্ঞানীরা (ঘ) চৈনিক বিজ্ঞানীরা সঠিক উত্তর : (ক) গ্রিক বিজ্ঞানীরা ১০৪। গ্রিকরা গুরুত্ব দিয়েছেন- (র) সাধারণ শিক্ষার প্রতি (রর) নৈতিক শিক্ষার প্রতি (ররর) ধর্মীয় শিক্ষার প্রতি নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ১০৫। সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে? (ক) আমেস (খ) থালেস (গ) পেরিফ্লিক্স (ঘ) অমলেস সঠিক উত্তর : (খ) থালেস ১০৬। পলিটিক্স গ্রন্থের রচিয়তা ছিলেন- (ঘ) এথেনা (খ) পেস্নটো (গ) রুশো (ঘ) ভলতেগার সঠিক উত্তর : (ঘ) এথেনা ১০৭। গ্রিকদের নিকট জ্ঞানের দেবতা কে ছিলেন? (ক) জিউস (খ) পোসিডন (গ) অ্যাপোলো (ঘ) এথেনা সঠিক উত্তর : (ঘ) এথেনা ১০৮। রোমের রাজতন্ত্র যুগে কয়জন সম্রাট দেশ শাসন করেন? (ক) ছয়জন (খ) সাতজন (গ) আটজন (ঘ) নয়জন সঠিক উত্তর : (খ) সাতজন ১০৯। কিসের মধ্যদিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল? (ক) যুদ্ধবিগ্রহের (খ) দ্বন্দ্বের (গ) প্রাকৃতিক দুর্যোগের (ঘ) ভূমিকম্পের সঠিক উত্তর : (ক) যুদ্ধবিগ্রহের