৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হোয়াংহো নদী
অধ্যায়: ১১ ৬। ভারতে প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে- র. আগ্রার তাজমহল রর. কুতুব মিনার ররর. লালকেলস্না নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৭। চীনের কৃষিজাত পণ্য- র. তেলবীজ রর. ধান ররর. বীট নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। দেশটির উত্তরে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা রয়েছে। কয়েক হাজার বছর আগের সভ্যতার নিদর্শন দেশটিতে পাওয়া গেছে। দেশটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। ৮। অনুচ্ছেদে এশিয়ার কোন দেশটির কথা বলা হয়েছে? ক. চীন খ. ভারত গ. জাপান ঘ. মালয়েশিয়া সঠিক উত্তর: খ. ভারত। ৯। অনুচ্ছেদের দেশটি আমাদের- র. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল রর. বন্ধুপ্রতিম নিকটতম প্রতিবেশী দেশ ররর. স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ১০। এশিয়া মহাদেশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে র. শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে রর. শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে ররর. বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১১। জাপানের স্থানীয় নাম কী? ক. শিকোকু খ. হন্সু গ. নিপ্পন ঘ. ইয়াংসি সঠিক উত্তর: গ. নিপ্পন। ১২। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই কোন ধরনের? ক. দ্বীপবেষ্টিত খ. পর্বতময় গ. বনভূমি ঘ. সমতলভূমি সঠিক উত্তর: খ. পর্বতময়। ১৩। জাপানের অর্থনীতি আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। তারা কিসে সমৃদ্ধ? ক. বৈদেশিক বাণিজ্য খ. পর্যটন গ. শিল্প ঘ. কৃষি সঠিক উত্তর: গ. শিল্প। ১৪। জাপান- পূর্ব-এশিয়ার দ্বীপময় দেশ রর. সমুদ্রবেষ্টিত ররর. এশিয়ার পশ্চিমে অবস্থিত নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ১৫. চীনের বৃহত্তম নদী- র. হোয়াংহো রর. ইয়াংসিকিয়াং ররর. লেনা নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র ও ররর সঠিক উত্তর: ঘ. র ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। এশিয়া মহাদেশের উপ-দ্বীপ রাষ্ট্রটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। দ্বিতীয় মহাযুদ্ধের অব্যবহিত পরে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে থাকে। দুই অংশের রাজনৈতিক নামও ভিন্ন। ১৬. উদ্দীপকে বিভক্ত দেশটির প্রথম অংশের সরকারি নাম কী? ক. কোরিয়া প্রজাতন্ত্র খ. গণপ্রজাতন্ত্রী কোরিয়া গ. ডেমোক্রেটিক কোরিয়া ঘ. সোশ্যালিস্ট কোরিয়া সঠিক উত্তর: ক. কোরিয়া প্রজাতন্ত্র।